1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রিভিউয়ের সুযোগ নিয়ে বিতর্ক

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১৮ সেপ্টেম্বর ২০১৩

রাষ্ট্রপক্ষ বলছে, কাদের মোল্লার এখন একমাত্র সুযোগ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়া৷ তবে কাদের মোল্লার আইনজীবীর দাবি, রিভিউয়ের সুযোগ আছে৷ তবে, ৪৫ দিনের মধ্যে তার মৃত্যুদণ্ডের রায় কার্যকর করতে হবে৷

https://p.dw.com/p/19jRY
ছবি: Reuters

যুদ্ধাপরাধ মামলায় একমাত্র কাদের মোল্লার বিচার প্রক্রিয়াই শেষ হল৷ এখন এই রায় কার্যকর করার অপেক্ষা৷ অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ডয়চে ভেলেকে জানান, এখন আপীল বিভাগের পূর্ণাঙ্গ রায় মানবতাবিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে৷ সেখান থেকে রায় পাঠানো হবে কারাগারে৷ কারা কর্তৃপক্ষ আইন অনুযায়ী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করার ব্যবস্থা নেবেন৷ আর তা ৪৫ দিনের মধ্যে করার বিধান আছে৷ তিনি জানান, এই রায়ের বিরুদ্ধে আর কোন আপিল বা রিভিউয়ের সুযোগ নাই৷

শুধুমাত্র কাদের মোল্লা কারা কর্তৃপক্ষের মাধ্যমে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন৷ তা বিবেচনা করা বা না করা রাষ্ট্রপতির এক্তিয়ার৷ অ্যাটর্নি জেনারেল আরও বলেন, মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল আইন একটি বিশেষ আইন৷ এই আইনের ৪৭ (ক) ধারা অনুযায়ী আপিল বিভাগের রায়ের পর আর কোন রিভিউয়ের সুযোগ নাই৷ ১০৫ অনুচ্ছেদে রিভিউয়ের যে সুযোগের কথা বলা হয়েছে, তা এই আইনে প্রযোজ্য নয়৷

Bangladesch Reaktionen auf Urteil Abdul Quader Molla 17.09.2013
রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী বুধবার সকাল থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে, তাণ্ডব চালিয়েছে অনেক জায়গায়৷ছবি: STR/AFP/Getty Images

এই মামলায় আপিল বিভাগে মতামতদানকারী আইনজীবীদের একজন এমিকাস কিউরি ব্যারিস্টার আমীর উল ইসলামও ডয়চে ভেলেকে একই কথা বলেন৷ তিনি বলেন, এই মামলার বিচার প্রক্রিয়া মূলত শেষ৷ এখন শুধু রায় কার্যকর করার অপেক্ষা৷

তবে কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেন ভিন্ন ব্যাখ্যা৷ তিনি বলেন, আপিল বিভাগ কাদের মোল্লাকে ফাঁসির দণ্ড দিয়েছেন৷ ট্রাইব্যুনাল যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল৷ কিন্তু কাউকে ফাঁসির দণ্ড দেয়ার পর পরবর্তী পদক্ষেপ হল উচ্চতর আদালতে ডেথ রেফারেন্সের শুনানি৷ কিন্তু আপিল বিভাগের রায় হওয়ায় সেই সুযোগ নেই৷ তাই আর আপিলের সুযোগ না থাকায় অবশ্যই কাদের মোল্লা রিভিউ আবেদনের সুযোগ পাবেন৷ আরেকজন এমিকাস কিউরি ব্যারিস্টার রফিকুল হক ব্যারিস্টার রজ্জাকের সঙ্গে একমত পোষণ করেন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, কাদের মোল্লার রিভিউ আবেদন করার সুযোগ নেই একথা ঠিক নয়৷ আর এই রিভিউ আবেদন করা যাবে আপিল বিভাগেই৷ যে বিচারপতিরা রায় দিয়েছেন, রিভিউ আবেদন বিবেচনা করার এক্তিয়ার তাদেরই৷

এদিকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী বুধবার সকাল থেকে সারা দেশে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য