দাড়ি কেটে দিল পুলিশ
২৪ জানুয়ারি ২০১৬২০১৫ সালের সেপ্টেম্বরে ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান' নামের একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়৷ দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-কে নিষিদ্ধ করার পর থেকে দেশে মৌলবাদী রাজনীতি এবং জঙ্গিবাদের বিস্তারে সহায়ক ভূমিকা পালন করছে এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে৷ তাজিকিস্তানের দক্ষিণ-পশ্চিমের শহর খাইতনে শুধু মুসলমানদের পোশাক বিক্রি করা হয় এমন ১৬০টি দোকান বন্ধ করা হয়েছে৷
তাজিকিস্তানের ধর্মনিরপেক্ষ সরকার এবং পুলিশ বলছে, আফগানিস্তান থেকে এসে কিছু জঙ্গিবাদী সেদেশে জঙ্গিতৎপরতা বাড়ানোর অপতৎপরতা চালাচ্ছে৷
তাজিকিস্তানের রাজনীতির অঙ্গন বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত৷ গত বছর অস্ত্রধারী সন্ত্রাসিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ব্যাপক রূপ নেয়৷ বিদেশি দূতাবাসগুলোতেও ছড়িয়ে পড়ে আতঙ্ক৷ মার্কিন দূতাবাস তখন থেকেই ‘সাময়িকভাবে' বন্ধ৷
সন্ত্রাসী ও জঙ্গি তৎপরতা বন্ধ করার উদ্যোগ হিসেবে ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তাজিকিস্তান সরকার৷ সুপ্রিম কোর্টের রায়ে দেশের একমাত্র ‘ইসলামি' দল ‘ইসলামিক রেনেসাঁ পার্টি অফ তাজিকিস্তান'-এর সব রকমের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধ হয়েছে৷
মুসলিম প্রধান দেশটিতে বড় দাড়িওয়ালারাও পড়ছেন বিপাকে৷ রেডিও লিবার্টি-র খবর অনুযায়ী, গত বছর ১২ হাজার ৮০০-রও বেশি মানুষের দাড়ি কেটেছে পুলিশ৷ পুলিশ বলছে, দাড়িগুলো খুব বেশি বড় ছিল৷
এসিবি/ডিজি (ডিপিএ, এপি)
দাড়ি কেটে, মুসলমানদের কাপড়ের দোকান বন্ধ করে কি জঙ্গিবাদকে প্রতিহত করা যাবে? জানান নীচের ঘরে৷