মুসলমানদের বিশ্বাস করেন?
২৯ ডিসেম্বর ২০১৫তথাকথিত ইসলামিক স্টেট, আল-কায়েদা, তালেবান – এ সমস্ত জঙ্গি দলের অধিকাংশ সদস্যরাই মুসলমান৷ কিন্তু তাই বলে সব ইসলাম ধর্মাবলম্বরীরাই কি সন্ত্রাসী? একজন সন্ত্রাসী হলো একজন সন্ত্রাসী, যে আরেকজন মানুষকে তুচ্ছ কারণে হত্যা করতে রাজি৷ একজন সত্যিকারের মুসলমান কি কখনও তা করবেন? করবেন না৷ ইসলাম শব্দের অর্থই যে শান্তি৷
হ্যাঁ, এই বিশ্বাস নিয়েই মুম্বইয়ে একটা পার্কের কাছে, কাপড় দিয়ে নিজের চোখ দু’টো বেঁধে দাঁড়িয়ে ছিলেন এক যুবক৷ পরনে সাদা পাজামা-পাঞ্জাবি৷ আর পায়ের কাছে রাখা একটা কাগজ৷ তাতে লেখা – ‘‘আমি একজন মুসলমান৷ আমি আপনাকে বিশ্বাস করি৷ আপনি কি আমাকে বিশ্বাস করে আলিঙ্গন করবেন?''
ভিডিওটা ক্লিক করলেই দেখবেন, কেমন অসহায়ের মতো আলিঙ্গনের জন্য দুই হাত খুলে দাঁড়িয়ে আছেন তিনি৷ তাঁর পাশ দিয়ে মানুষজন চলে যাচ্ছে, অথচ কেউ-ই যেন তাঁকে দেখেও দেখতে পারছে না৷ কেউ কেউ আবার কিছুক্ষণ দাঁড়িয়ে কাগজের লেখাটা পড়ার পরও, তাঁকে পাশ কাটিয়ে চলে গেছে৷ কেউ বা তুলে নিয়েছে আজব এই কাণ্ডটার ছবি৷ ধীরে ধীরে ভিড় করেছে মানুষ৷ কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থেকেছে তারা৷ বেশ কিছুক্ষণ পরে দু'টি মেয়ে এসে ‘হ্যান্ডশেক' করেছে, কিন্তু ‘হাগ' দেয়নি৷ ভারতের মতো একটি ধর্মনিরপেক্ষ দেশে, মুম্বইয়ের মতো একটি আধুনিক, বাণিজ্য নগরীতে যুবককে আলিঙ্গন করার জন্য এগিয়ে আসেনি কেউ৷
অথচ অন্যান্য দেশে, তা সে সুইডেন হোক, অথবা তুরস্ক – কয়েক মিনিটের মধ্যেই মানুষ এগিয়ে এসেছিল৷ কিন্তু ভারতীয় এই মুসলমানকে ওভাবেই দাঁড়িয়ে থাকতে হয়েছে মিনিটের পর মিনিট৷ অবশ্য শেষ পর্যন্ত সাড়া পেয়েছেন তিনি৷
এই পরীক্ষার ফলকে আপনি কি সফল বলবেন? জানান নীচের মন্তব্যের ঘরে৷
ডিজি/এসবি