1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্ন-ডর্টমুন্ড

১০ এপ্রিল ২০১২

বুধবার মুখোমুখি হবে জার্মান ফুটবলের সবচেয়ে শক্তিমান দুই ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও বার্য়ান মিউনিখ৷ ফুটবল বোদ্ধারা বলছেন, বুন্ডেসলিগার সম্ভাব্য বিজয়ীর নামটা অনুমান করা যাবে এ খেলার ফলাফল দেখেই৷

https://p.dw.com/p/14aGo
Fußball Bundesliga 13. Spieltag: FC Bayern München - Borussia Dortmund am Samstag (19.11.2011) in der Allianz Arena in München. Münchens Arjen Robben (l) und Dortmunds Marcel Schmelzer kämpfen um den Ball. Foto: Sven Hoppe dpa/lby (Achtung Sperrfrist! Die DFL erlaubt die Weiterverwertung der Bilder im IPTV, Mobilfunk und durch sonstige neue Technologien erst zwei Stunden nach Spielende. Die Publikation und Weiterverwertung im Internet ist während des Spiels auf insgesamt fünfzehn Bilder pro Spiel begrenzt.) +++(c) dpa - Bildfunk+++
চির প্রতিদ্বন্দ্বী বায়ার্ন-ডর্টমুন্ডছবি: picture-alliance/dpa

বরুসিয়া ডর্টমুন্ড ও বার্য়ান মিউনিখ৷ বুন্ডেসলিগার ইতিহাসে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী দুই দল৷ শুধু খেলোয়াড় নয়, দুই দলের সমর্থকরের মাঝেও রয়েছে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা৷

এই দুই দল মুখোমুখি হওয়া মানেই, দর্শকদের মধ্যে থাকবে টানটান উত্তেজনা আর বাড়তি চাপ৷ এবারেও হয়েছে তাই৷ খেলা নিয়ে বেশ একটা আগ্রহ, উত্তেজনা আর শোরগোল বিরাজ করছে দুই ক্লাবের ভক্তদের মাঝে৷

বুধবারের খেলাটা হবে বরুসিয়ার নিজের মাটিতে, উডুনা পার্ক মাঠে৷ তাই আগে ভাগেই বিক্রি হয়ে গেছে সব টিকেট৷ ৮০ হাজার দর্শক এখন রয়েছে খেলা শুরুর অপেক্ষায়৷

পরিসংখ্যান বলছে, বায়ার্ন মিউনিখ'এর চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে বুন্ডেসলিগার গত আসরের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড৷ আর মোট গোলের হিসেবে ডর্টমুন্ড'এর চেয়ে এগিয়ে আছে বায়ার্ন৷

বুধবারের খেলায় যদি বায়ার্ন জিততে পারে তাহলে তারা উঠে আসবে পয়েন্ট তালিকার শীর্ষে৷ তবে ইতিহাস বলছে, ডর্টমুন্ডকে শেষ বার বায়ার্ন হারাতে পেরেছিল সেই ২০১০ সালে৷ এরপর আরো তিনবার মুখোমুখো হয়ে একাবারও হারাতে পারে নি ডর্টমুন্ডকে৷

দুই ক্লাবের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ দর্শকরাও স্বীকার করে নিয়েছেন যে, বুধবারের খেলাটি কোনো সহজ লড়াই হবে না৷

বায়ার্নের দলে আছে, মারিও গোমেজ ও বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর মতো তারকা৷ অন্যদিকে, ডর্টমুন্ড'এর আছে মারিও গ্যোৎসে'এর মতো তুখোড় খেলোয়াড়৷ তাই আসন্ন লড়াইটি হবে ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান'৷

ডর্টমুন্ড'এর ডিফেন্ডার নেভেন সুবোটিক বলেছেন, ‘‘বায়ার্ন-ই চাপে থাকবে৷ কারণ এই মৌসুমের খেলা শুরুর আগেই তারা বলে দিয়েছে যে, তারই সবচেয়ে ভাল করবে৷''

ঐ ক্লাবেরই গোলরক্ষক রোমান ভাইডেনফেলার বলেছেন, দর্শক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ মাঠে ফ্লাড লাইটের আলোয় খেলতে নামার অভিজ্ঞতাটা হবে একবারেই অন্যরকম৷ যে কোনো খেলোয়াড়ের জন্যই এটি হবে অনন্য এক স্মৃতি৷

বায়ার্ন'এর মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার বলেছেন, ‘‘ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পাওয়া সহজ ব্যাপার নয়৷ কিন্তু যতো কঠিনই হোক, বিজয়ই আমাদের লক্ষ্য৷''

প্রতিবেদন: আফরোজা সোমা/ এপি, এফপি
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য