বায়ার্ন-ডর্টমুন্ড
১০ এপ্রিল ২০১২বরুসিয়া ডর্টমুন্ড ও বার্য়ান মিউনিখ৷ বুন্ডেসলিগার ইতিহাসে দীর্ঘ দিনের প্রতিদ্বন্দ্বী দুই দল৷ শুধু খেলোয়াড় নয়, দুই দলের সমর্থকরের মাঝেও রয়েছে শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতা৷
এই দুই দল মুখোমুখি হওয়া মানেই, দর্শকদের মধ্যে থাকবে টানটান উত্তেজনা আর বাড়তি চাপ৷ এবারেও হয়েছে তাই৷ খেলা নিয়ে বেশ একটা আগ্রহ, উত্তেজনা আর শোরগোল বিরাজ করছে দুই ক্লাবের ভক্তদের মাঝে৷
বুধবারের খেলাটা হবে বরুসিয়ার নিজের মাটিতে, উডুনা পার্ক মাঠে৷ তাই আগে ভাগেই বিক্রি হয়ে গেছে সব টিকেট৷ ৮০ হাজার দর্শক এখন রয়েছে খেলা শুরুর অপেক্ষায়৷
পরিসংখ্যান বলছে, বায়ার্ন মিউনিখ'এর চেয়ে তিন পয়েন্ট বেশি নিয়ে এগিয়ে আছে বুন্ডেসলিগার গত আসরের চ্যাম্পিয়ন বরুসিয়া ডর্টমুন্ড৷ আর মোট গোলের হিসেবে ডর্টমুন্ড'এর চেয়ে এগিয়ে আছে বায়ার্ন৷
বুধবারের খেলায় যদি বায়ার্ন জিততে পারে তাহলে তারা উঠে আসবে পয়েন্ট তালিকার শীর্ষে৷ তবে ইতিহাস বলছে, ডর্টমুন্ডকে শেষ বার বায়ার্ন হারাতে পেরেছিল সেই ২০১০ সালে৷ এরপর আরো তিনবার মুখোমুখো হয়ে একাবারও হারাতে পারে নি ডর্টমুন্ডকে৷
দুই ক্লাবের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ দর্শকরাও স্বীকার করে নিয়েছেন যে, বুধবারের খেলাটি কোনো সহজ লড়াই হবে না৷
বায়ার্নের দলে আছে, মারিও গোমেজ ও বাস্টিয়ান শোয়াইনস্টাইগার'এর মতো তারকা৷ অন্যদিকে, ডর্টমুন্ড'এর আছে মারিও গ্যোৎসে'এর মতো তুখোড় খেলোয়াড়৷ তাই আসন্ন লড়াইটি হবে ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান'৷
ডর্টমুন্ড'এর ডিফেন্ডার নেভেন সুবোটিক বলেছেন, ‘‘বায়ার্ন-ই চাপে থাকবে৷ কারণ এই মৌসুমের খেলা শুরুর আগেই তারা বলে দিয়েছে যে, তারই সবচেয়ে ভাল করবে৷''
ঐ ক্লাবেরই গোলরক্ষক রোমান ভাইডেনফেলার বলেছেন, দর্শক দিয়ে কানায় কানায় পরিপূর্ণ মাঠে ফ্লাড লাইটের আলোয় খেলতে নামার অভিজ্ঞতাটা হবে একবারেই অন্যরকম৷ যে কোনো খেলোয়াড়ের জন্যই এটি হবে অনন্য এক স্মৃতি৷
বায়ার্ন'এর মিডফিল্ডার বাস্টিয়ান শোয়াইনস্টাইগার বলেছেন, ‘‘ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় পাওয়া সহজ ব্যাপার নয়৷ কিন্তু যতো কঠিনই হোক, বিজয়ই আমাদের লক্ষ্য৷''
প্রতিবেদন: আফরোজা সোমা/ এপি, এফপি
সম্পাদনা: দেবারতি গুহ