শীর্ষে ডর্টমুণ্ড
১২ ফেব্রুয়ারি ২০১২এ নিয়ে গত চার ম্যাচে চার গোল করে নিজের যোগ্যতা প্রমাণ করলেন এশিয়ার কাগাওয়া৷ খেলা শেষে ডর্টমুণ্ডের কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘‘লেভারকুজেন ভাল খেলেছে৷ আমি জানতাম তাদের পক্ষে খেলাটা কঠিন হবে৷ তাই এই জয় পেয়ে আমি অনেক খুশি৷''
এদিকে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের খেলার জন্য মঙ্গলবার লেভারকুজেন যাচ্ছে মেসির দল বার্সেলোনা৷
বুন্ডেসলিগার সবচেয়ে সফল দল বায়ার্ন মিউনিখও শনিবারের খেলায় জয় পেয়েছে৷ তাদের খেলা ছিল কাইজারসলাউটার্নের বিরুদ্ধে৷ জার্মান জাতীয় দলের খেলোয়াড় মারিও গোমেজ ও টোমাস ম্যুলার জয়সূচক দুটি গোল করেন৷ এই জয় নিয়ে পয়েন্ট তালিকায় বায়ার্নের অবস্থান দুই নম্বরে৷ এবং ডর্টমুণ্ডের সঙ্গে তাদের ব্যবধান দুই৷ তবে বায়ার্নের জন্য খারাপ খবর হলো, তাদের অন্যতম সেরা খেলোয়াড় বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ইনজুরি৷ ফলে সামনের কিছুদিন তাঁকে মাঠের বাইরে থাকতে হতে পারে৷ এর মাঝে আগামী ২২ তারিখ চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের খেলা রয়েছে৷ সেটা হবে সুইস ক্লাব এফসি বাজেল'এর বিপক্ষে৷
বুন্ডেসলিগায় তৃতীয় স্থানে রয়েছে বোরুসিয়া ম্যোনশেনগ্লাডবাখ৷ শনিবার তারা শালকে'র বিরুদ্ধে ৩-০ গোলের জয় পায়৷ এই হারের পর পয়েন্ট তালিকায় শালকের স্থান চার নম্বরে৷
প্রতিবেদন: জাহিদুল হক
সম্পাদনা: আরাফাতুল ইসলাম