ফলাফল প্রকাশে বিলম্ব
১০ নভেম্বর ২০১৫সংসদে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত আসনগুলি ছাড়া প্রায় সব ভোটই পড়েছে অং সান সু চি-র এনএলডি দলের ঝুলিতে৷ সু চি নিজে মনে করেন, দল প্রায় ৭৫ শতাংশ ভোট পেয়েছে৷ সেনা-সমর্থিত ইউএসডিপি সরকার জনগণের এই রায় মেনে নেবে – এটাই তিনি ধরে নিচ্ছেন৷ দলের আরেক নেতা ৮১ শতাংশ ভোট জয়ের আশা করছেন৷ ইউএসডিপি নেতা কি উইন স্বীকারও করে নিয়েছেন, যে তাঁর দলের সম্পূর্ণ পরাজয় ঘটেছে এবং এনএলডি-র জয় হয়েছে৷
রবিবার ভোটগ্রহণের পর সরকারি ফলাফল ঘোষণার প্রক্রিয়ায় অস্বাভাবিক বিলম্বের ফলে সেনাবাহিনীর প্রকৃত উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠছে৷ এনএলডি সরাসরি সরকারের নির্বাচনি প্যানেলের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে ফলাফল ঘোষণায় বিলম্বের অভিযোগ এনেছে৷ তারা কোনো কূটকৌশলের আশ্রয় নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দলের মুখপাত্র উইন টিয়েন৷
মিয়ানমারের এবারের নির্বাচন সম্পর্কে কিছু মৌলিক তথ্য শেয়ার করেছেন স্টেফান সিমানোভিৎস৷
অতীতে গণতন্ত্রের দিকে অগ্রসর হয়েও একাধিকবার আবার সামরিক শাসনের পথে ফিরে গেছে মিয়ানমার৷ এ ক্ষেত্রে ‘হিউম্যান রাইটস ওয়াচ' সংস্থার মূল্যায়ন শেয়ার করেছেন কাইল নাইট৷
মিয়ানমারে গণতন্ত্রের ভবিষ্যৎ সম্পর্কে সংশয় প্রকাশ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে দ্য গার্ডিয়ান সংবাদপত্রে৷ সেটি শেয়ার করেছেন মিশেল পেনা৷
রোহিঙ্গা ও মিয়ানমারে মুসলিমদের ভবিষ্যতের প্রশ্নে অং সান সু চি-র নীরবতা নিয়ে প্রশ্ন উঠছে বার বার৷ ফলে ক্ষমতায় এসে তিনি এই সংকট সমাধানে কী করবেন, তাও স্পষ্ট নয়৷
প্রতিবেশী দেশ হিসেবে মিয়ানমারের নির্বাচনের দিকে লক্ষ্য রাখছে বাংলাদেশ৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অং সান সু চি-কে অভিনন্দনবার্তা পাঠিয়েছেন৷
মিয়ানমারের জনগণকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন৷
সংকলন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: দেবারতি গুহ
গণতান্ত্রিক নির্বাচন সত্ত্বেও মিয়ানমারে ক্ষমতার হস্তান্তর শান্তিপূর্ণভাবে ঘটবে কি? আপনার কী মত? জানিয়ে দিন নীচের মন্তব্যের ঘরে৷