মিয়ানমারে বিবিসির সাংবাদিক আটক
১৯ মার্চ ২০২১থুরার সঙ্গে মিয়ানমারের সংবাদ সংস্থা ‘মিজ্জিমা'র সাংবাদিক থান হতিকে অং কেও ধরে নিয়ে যাওয়া হয়েছে৷
এর আগে গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের পর সেনাবাহিনী মিজ্জিমার লাইসেন্স বাতিল করে।
বিবিসি কর্তৃপক্ষ এখনো থুরার সঙ্গে যোগাযোগ করতে পারেনি৷ থুরা বিবিসির একজন স্বীকৃত সাংবাদিক৷ বিবিসি জানায়, বিষয়টি নিয়ে তারা খুবই উদ্বিগ্ন এবং থুরাকে খুঁজে বের করতে তারা স্থানীয় প্রশাসনের কাছে সাহায্য চেয়েছে৷
সেনা অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে এখন পর্যন্ত ৪০ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে৷ তাদের মধ্যে ১৬ জন এখনো বন্দি আছেন৷ মিয়ানমারের জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত দেশটির পাঁচটি সংবাদ সংস্থার লাইসেন্স বাতিল করেছে৷
সেনাঅভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারে গণতন্ত্রের পক্ষে গণবিক্ষোভ চলছে৷ রয়টার্স জানায়, সেনাবাহিনীর গুলিতে শুক্রবার নয়জন নিহত হয়েছে৷সেনাশাসনবিরোধী বিক্ষোভ শুরুর পর থেকে সে দেশে নিহতের সংখ্যা কমপক্ষে ২৩৩ জনে দাঁড়িয়েছে৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)