সু চির ঘুস নেওয়ার অভিযোগকে কৌতুক বললেন আইনজীবী
১২ মার্চ ২০২১আইনজীবী খিন মং জ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, ‘‘এই অভিযোগ হচ্ছে সবচেয়ে মজার কৌতুক৷ তার অন্য দুর্বলতা থাকতে পারে, তবে নৈতিকতার ক্ষেত্রে দুর্বলতা নেই৷’’ বৃহস্পতিবার সামরিক জান্তার মুখপাত্র ব্রিগেডিয়ার জাও মিন তুন এক সংবাদ সম্মেলনে সু চির বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগের কথা জানান৷
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)-র নেত্রী সু চি-কে এমনিতেই অবৈধভাবে যোগাযোগ সরঞ্জাম আমদানি ও করোনাভাইরাস সংক্রান্ত বিধিনিষেধ অবজ্ঞাসহ চারটি অভিযোগে বিচারের মুখোমুখি হতে হচ্ছে৷ এর সঙ্গে দুর্নীতির অভিযোগ জুড়লে সু চি-র বড় ধরনের সাজা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি ভয়াবহ সময় পার করছে৷ নেপিডো, ইয়াংগন, মান্দালয়সহ দেশটির অসংখ্য শহরে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও আটক রাজনৈতিক নেতাদের মুক্তি দাবিতে লাখো মানুষ রাস্তায় নেমেছে৷ বিক্ষোভ দমনে পুলিশ ও সেনাবাহিনীকে নিয়মিতই কাঁদুনে গ্যাস, স্টান গ্রেনেড, রাবার বুলেট ও তাজা গুলি ছুড়তে হচ্ছে৷
বৃহস্পতিবার ১২ জন নিহত হওয়ায় চলমান বিক্ষোভে মোট নিহতের সংখ্যা ৭০ জনেরও বেশি বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি)৷
এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)