1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মিয়ানমারে ফেরানোর দাবিতে রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ

৯ জুন ২০২৩

রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চায়, একটি মহল তাদের প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে- দাবি করে এর প্রতিবাদে এবং দ্রুত প্রত্যাবাসন চেয়ে সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে৷

https://p.dw.com/p/4SMtB
উখিয়া বালুখালী ক্যাম্পে সমাবেশের ছবি৷
উখিয়া বালুখালী ক্যাম্পে সমাবেশের ছবি৷ছবি: Mohibulla Mohib

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের অন্তত ১৩টি ক্যাম্পে বৃহস্পতিবার এ মানববন্ধন ও সমাবেশ হয়৷

সেখানে রোহিঙ্গা নেতারা বলেন, মিয়ানমারে যখন নির্যাতন-নিপীড়ন, হত্যা ও ধর্ষণ করা হচ্ছিল, তখন প্রাণভয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছি৷ বাংলাদেশ সরকার মানবিক কারণে আশ্রয় দিয়েছে৷এ জন্য রোহিঙ্গারা বাংলাদেশের কাছে কৃতজ্ঞ৷ এখানে ৬ বছরের ক্যাম্প জীবনটা বন্দি জীবন৷ আমরা দ্রুত মিয়ানমারে নিজ বসত ভিটায় ফিরতে চাই৷

উখিয়া বালুখালী ক্যাম্পে সমাবেশের ছবি৷
ছবি: Mohibulla Mohib

তারা আরো বলেন, একটি মহল প্রত্যাবাসন বন্ধের ষড়যন্ত্র করছে৷ রোহিঙ্গারা নিজ দেশ মিয়ানমারে ফিরতে  মরিয়া৷ রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করে দ্রুত প্রত্যাবাসন করতে হবে৷

জাতিসংঘের দ্বৈতনীতির নিন্দা জানিয়ে সমাবেশে রোহিঙ্গা নেতারা আরও বলেন, রেশন কমিয়ে দেওয়া এবং নিজ দেশে ফিরতে ইচ্ছুকদের রেশন বন্ধ করে দেওয়ার ঘটনা রহস্যজনক৷ এমন তৎপরতা থেকে বিরত থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কাজ করার জন্য জাতিসংঘের আন্তরিক সহযোগিতা দরকার৷

রোহিঙ্গাদের সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির বিষয়ে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬- এপিবিএনের উপ-অধিনায়ক পুলিশ সুপার মো. জামাল পাশা গণমাধ্যমকর্মীদের বলেন, রোহিঙ্গারা তাদের প্রত্যাবাসনের  দাবিতে ক্যাম্পে ক্যাম্পে কর্মসূচি পালন করেছে শান্তিপূর্ণভাবে৷ তাদের কর্মসূচি পালনের জন্য এক ঘণ্টা সময় দেওয়া হয়৷ রোহিঙ্গারা নির্ধারিত সময় সকাল ১০টায় কর্মসূচি শুরু করে ১১টায় শেষ করেছে৷

এনএস/এসিবি (দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য