মিশরে বিকল্প নেতৃত্ব দিতে আগ্রহী এল বারাদেই
১ ফেব্রুয়ারি ২০১১একনায়ক মুবারকের প্রতি সমর্থন দেওয়া বন্ধ করার জন্যে ওয়াশিংটনের প্রতি আগেই আহ্বান জানিয়েছেন তিনি৷ এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা এই বিক্ষোভে শতাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন৷ মিশরের এই উত্তাল পরিস্থিতি মধ্যপ্রাচ্যকে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে৷ থমকে দাঁড়িয়েছেন বিশ্ব বিনিয়োগকারীরা৷
মিশরের এই উত্তপ্ত পরিস্থিতি সত্ত্বেও হোসনি মুবারক পদত্যাগ করতে রাজি না হওয়ায়, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএইএ-র সাবেক প্রধান মোহাম্মদ এলবারাদেই বিক্ষুব্ধ৷ দেশের এই ক্ষমতার ‘পরিবর্তনের' সময় তিনি নেতৃত্ব দেওয়ার আশায় মিশরে ফিরে এসেছেন৷ শনিবারই তিনি নেটওয়ার্ক চ্যানেল ফ্রান্স টোয়েন্টি ফোর-কে একনায়ক মোবারক সম্পর্কে সরাসরি বলেন, ‘‘মুবারককে অবশ্যই যেতে হবে৷''
২০০৫ সালে নোবেল শান্তি পুরস্কার পান এলবারাদেই৷ এই নোবেল জয়ী দেশের স্বতঃস্ফূর্ত বিক্ষোভ-প্রতিবাদে নিজে সমর্থন দেন৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: সঞ্জীব বর্মন