মালদ্বীপে মনমোহনের সঙ্গে তিস্তার পানি বন্টন নিয়ে কথা হবে: শেখ হাসিনা
৮ নভেম্বর ২০১১এদিকে, বিরোধী নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সরকারের বিরুদ্ধে আরো কঠোর আন্দোলন কর্মসূচি দেয়ার কথা জানিয়েছেন৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এবার কোরবানির ঈদে জিনিসপত্রের দাম বাড়েনি৷ আর বিপুল সংখ্যক মানুষ কোরবানি দিয়েছে৷ এথেকেই বোঝা যায় দেশের মানুষের আয় এবং ক্রয় ক্ষমতা বাড়ছে৷ দেশের মানুষকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি একথা বলেন৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে৷ ওই বৈঠকে তিস্তার পানিবন্টন নিয়ে কথা হবে৷ তিনি আশা করেন, তিস্তার পানিবণ্টন চুক্তি হবে৷ আগামী বৃহস্পতি এবং শুক্রবার মালদ্বীপে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷
এদিকে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে একদলীয় নির্বাচন হয়েছে৷ জাতীয় নির্বাচন এভাবে করতে দেয়া হবেনা৷ নির্কাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷ তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারেরর দাবিতে রোডমার্চ শেষে সরকারের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক