মহাজোটের বিশাল জয়
৩০ ডিসেম্বর ২০০৮নির্বাচন কমিশন এখন ঢাকার এবং পার্বত্য চট্টগ্রামের কয়েকটি আসনের ফলাফল নিয়ে চিন্তা করছে৷ কারণ ঢাকার কয়েকটি আসনের ভোট গননায় যোগ বিয়োগে কিছু সমস্যা হচ্ছে বলে মনে করা হচ্ছে৷ সেগুলো নির্বাচন কমিশন ঠিক করার চেষ্টা করছে৷
বান্দরবন এবং আরেকটি জেলায় খুবই প্রত্যন্ত অঞ্চল থেকে ফলাফল আনতে একটু সময় লাগছে৷ দুপুর নাগাদ এসব এলাকারও ফলাফল পাওয়া যাবে৷
আওয়ামী লীগ সভানেত্রী মহাজোটের এই বিজয়ের পরও জনগনকে শান্ত থাকতে বলেছেন৷ এক বিবৃতিতে শেখ হাসিনা বলেছেন, দয়া করে আপনারা এমন কোন কাজ করবেন না, যে কাজের মাধ্যমে দলের ক্ষতি হয় কিংবা অন্য কারো উপর বিরুপ প্রভাব পড়ে৷
শেখ হাসিনা বলেছেন, আমরা উৎসব করবো৷ তবে এই উৎসব পরে হবে৷
বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী ভোট গ্রহণের পরবর্তী ৪৮ ঘন্টা কোন ধরণের রাজনৈতিক মিছিল, মিটিং, বিজয় উৎসব নিষিদ্ধ৷ সম্ভবত এ কারণেই শেখ হাসিনা জনগনকে শান্ত থাকতে বলেছেন৷
এদিকে নির্বাচনে অনিয়মের অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন চার দলীয় জোট৷ সোমবার বাংলাদেশ সময় রাতে বিএনপির এক প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদার সঙ্গে সাক্ষাৎ করে এ অভিযোগ করেন৷
সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে বিএনপির নেতা মির্জা আব্বাস সাংবাদিকদের জানান, আমরা আগেই নির্বাচন কমিশনের কাছে আশংকা প্রকাশ করেছিলাম প্রশাসন মহাজোটের পক্ষে কাজ করছে৷ এখন আমাদের সে আশংকাই সত্য প্রমানিত হয়েছে৷ কমিশন এ ক্ষেত্রে কোন যথাযথ ব্যবস্থা নিতে পারেনি৷
মির্জা আব্বাস নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে বলেন, আমাদের আশংকার বিষয়ে ইসি কোন ব্যবস্থা নেয়নি৷ আশংকা প্রমানিত হওয়ায় আমরা ইসিকে বিষয়টি জানিয়ে গেলাম৷
চার দলীয় জোট যেসব আসনের ফলাফল নিয়ে আপত্তি তুলেছে সেগুলো মধ্যে আছে কিশোরগঞ্জ-২, ঢাকা-৭, বরিশাল-৫, ঝিনাইদাহ-২, জামালপুর-১ এবং জামালপুর-৩ আসন৷ তবে চারদলীয় জোটের এসব আপত্তি বিবেচনায় আনলেও মহাজোট নিরঙ্কুশ ব্যবধানে জিতবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷
নির্বাচনের বেসরকারী ফলাফল নিয়ে সরকারের উচ্চ পর্যায় থেকে কোন ধরনের মন্তব্য পাওয়া যায়নি৷ নির্বাচন কমিশনে অবস্থানরত আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও ফলাফল ঘোষণার প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও মিডিয়ার সামনে কোন ধরনের মন্তব্য করেননি৷ অবশ্য ৩১ ডিসেম্বর আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তাঁদের মন্তব্য প্রকাশ করবেন বলে জানিয়েছে একাধিক সূত্র৷
মহাজোটের বিজয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণের খবর শোনা যাচ্ছে৷ তবে কোন ধরনের আনন্দ মিছিলের কথা এখনো শোনা যায়নি ঢাকায় নির্বাচন কমিশনের সামনে একটি বড় স্ক্রীনে নির্বাচনের ফলাফল ঘোষণার প্রক্রিয়া চালু করে কমিশন৷ এই স্ক্রীন ঘিরে রাতভর জনগণের উল্লাস দেখা গেছে৷
প্রসঙ্গত, বাংলাদেশে এবারই প্রথম ছবিযুক্ত ভোটার তালিকা এবং স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে৷ একইসঙ্গে জালভোট রোধে অমচনীয় কালীর কলমও ব্যবহার করেছে নির্বাচন কমিশন৷ সবমিলিয়ে নির্বাচন সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে বেশ তৎপর ছিল নির্বাচন কমিশন, রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন৷