1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদেশী পর্যবেক্ষকদের মতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৯ ডিসেম্বর ২০০৮

বিদেশী পর্যবেক্ষকরা প্রাথমিক মন্তব্যে বলেছেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু্ পরিবেশে হয়েছে৷ ভোটাররা নির্ভয়ে ভোট দিয়েছেন৷ ভয়ভীতিমুক্ত পরিবেশ হওয়ার কারণে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷

https://p.dw.com/p/GOrM
এবারের নির্বাচনে এসেছে রেকর্ড সংখ্যক বিদেশী পর্যবেক্ষকছবি: Mustafiz Mamun

একটি বিশেষ প্রেক্ষাপটে এবারের নির্বাচন হওয়ায় কমপক্ষে ১ হাজার বিদেশী পর্যবেক্ষক বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছেন৷ সোমবার নির্বাচন চলাকালে তারা ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন৷ তারা ভোট গণনাও সরেজমিনে দেখছেন৷ ইউরোপিয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ঢাকা ছাড়াও কেরানীগঞ্জের কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে৷ তারা ভোট গ্রহণ দেখা ছাড়াও ভোটারদের সঙ্গে কথা বলেন৷ ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন৷ কথা বলেন, পোলিং এজেন্ট এবং পোলিং ও প্রিজাইডিং অফিসারদের সঙ্গে৷

পরিদর্শন শেষে পর্যবেক্ষক দলের প্রধান আলেকজান্ডার ল্যাম্বসডর্ফ জানান, ভয়ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন হয়েছে৷ আর ভোটাররাও ভোট দিয়েছেন সুশৃংখলভাবে৷ তবে কিছু অভিযোগ পাওয়া গেছে যার প্রমাণ পেলে উপস্থাপন করবে ইউরোপিয় ইউনিয়ন৷ ল্যাম্বসডর্ফ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট-এনডিআই ঢাকা ও ঢাকার বাইরের ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করেছে৷ তারা একইভাবে ভোট গণনাও দেখছেন৷ তারা বাংলাদেশে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ শেষে তাৎক্ষণিকভাবে বলেছেন, সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে৷

এনডিআই প্রতিনিধি দলের নেতা পিটার ম্যানকেজ বলেন, লোকজন অনেক উৎসাহী হয়ে ভোট দিয়েছে৷ অন্যদিকে, ব্রিটিশ হাউজ অফ লর্ডসের প্রতিনিধি দলও ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করে৷ তাদের প্রতিনিধিদলের নেতা মঞ্জিলা পলা উদ্দিন বলেন, নির্বাচনে সবকিছু সুন্দরভাবে হয়েছে৷

জাতিসংঘ প্রতিনিধিদলও ঢাকা ও ঢাকার বাইরে নির্বাচন পর্যবেক্ষণ করে৷ তবে তারা এখনও কোন মন্তব্য করেনি৷ বিদেশী পর্যবেক্ষকদের এসব মন্তব্য অনানুষ্ঠানিক৷ তারা সবাই আনুষ্ঠানিকভাবে রিপোর্ট পেশ করবেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য