1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মসজিদ বিষয়ক অনুদান নিয়ন্ত্রণে জার্মান সরকার

২৮ ডিসেম্বর ২০১৮

জার্মানিতে মসজিদ নির্মাণ বা উন্নয়ন কাজে আরব দেশগুলোর থেকে নেওয়া অনুদান নিয়ন্ত্রণ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার৷ ধর্মীয় উগ্রবাদ নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নিয়েছে প্রশাসন৷

https://p.dw.com/p/3AjMo
Deutschland DiTiB-Moschee in Stuttgart
ছবি: picture alliance/dpa/D. Naupold

যে-কোনো দেশ থেকে মসজিদ বিষয়ক অনুদান প্রসঙ্গে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে আরব বিশ্বের প্রতি৷ জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয়  দৈনিক জুড ডয়চে সাইটুং ও এনডিআর ও ডাব্লিউডিআরকে জানায়,  সৌদি আরব, কাতার, কুয়েতসহ অন্যান্য আরব দেশগুলোর প্রতি মসজিদ বিষয়ক অনুদান একটি নিবন্ধনের মাধ্যমে দেওয়ার আহ্বান জানানো হয়েছে৷

আন্তর্জাতিক ও দেশি গোয়েন্দা সংস্থাকে কারা অনুদান দিচ্ছে ও কারা গ্রহণ করছে – এই বিষয়টি পর্যবেক্ষণ করতে বলা হয়৷  জার্মানির কোনো ধর্মীয় সংগঠন আরবদেশগুলোর কাছে সহায়তা ও সমর্থন চাইলে সেটি দেওয়ার বিষয়েও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে জার্মান প্রশাসন৷

গত নভেম্বরে হয়ে যাওয়া ইসলামিক সম্মেলনের  সময় থেকেই ধর্মীয় অনুদান ও প্রভাবের বিষয়গুলো নিয়ে কঠোর নজরদারি করা হচ্ছে৷ সে সময় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আরব দেশগুলোর প্রতি অনুরোধ জানান তারা যেন  জার্মানির মসজিদগুলোর ওপর কোনোধরনের প্রভাব না খাটায়৷ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে মসজিদে অনুদান প্রসঙ্গে কুয়েতের সঙ্গে একটি ফলপ্রসূ আলোচনা হয়ে গেছে৷ তবে অন্যান্য দেশগুলো এখনো কিছু জানায়নি৷ 

উল্লেখ্য, গত সপ্তাহেই গির্জার মতো মসজিদ থেকেও কর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে জার্মান সরকার৷  জার্মানিতে ৪৪ থেকে ৪৭ লাখ মুসলমান বাস করে৷ মুসলমানদের করের ব্যবস্থা না থাকায় মসজিদগুলোকে দানের উপর নির্ভর করতে হয়৷ বেশিরভাগ অনুদানই এসেছে আরব দেশগুলো থেকে৷ মসজিদে অনুদান দেওয়ার মাধ্যমে ধর্মীয় উগ্রবাদকে প্রভাবিত করার চেষ্টাও নজরে এসেছে৷ তাই অনুদানকে নিরুৎসাহিত করার সিদ্ধান্তই গ্রহণ করেছে জার্মান সরকার৷

নিকোল গোয়েবেল/এফএ