মন জয়ের যুদ্ধে ম্যাককেইন
৩ অক্টোবর ২০০৮রিপাবলিকান প্রার্থী জন ম্যাককেইন যদি নির্বাচিত হন তাহলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচে বয়স্ক নির্বাচিত প্রেসিডেন্ট৷ কারণ তার বয়স এখন ৭২ চলছে৷ অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামার বয়স মাত্র ৪৭৷ তবে এ বয়সের ব্যবধানের পক্ষেই ম্যাককেইন শিবির প্রচারণা চালাচ্ছে৷ তারা ওবামার তুলনায় ম্যাককেইনকে অনেক বেশী অভিজ্ঞ বলার পাশাপাশি তার সামরিক অভিজ্ঞতা ও দেশপ্রেমকে ভোটারদের সামনে তুলে ধরছে৷
এর আগে বিগত ২০০০ সালে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার লড়াইয়ে ছিলেন ম্যাককেইন৷ তবে সেসময় অভিযোগ উঠেছিলো যে তাঁর একটি অবৈধ সন্তান রয়েছে৷ যদিও পরবর্তীতে সে অভিযোগ অসত্য প্রমাণিত হয়েছিলো কিন্তু ম্যাককেইন সে যাত্রায় নিজেকে সরিয়ে নেন৷
এ বছরের সেপ্টেম্বরের শুরুতে রিপাবলিকান পার্টির কনভেনশনে তিনি দেশের প্রয়োজনে প্রেসিডেন্ট পদে লড়ার কথা জানান৷ তিনি সেসময় বলেন, আমি প্রেসিডেন্ট পদে লড়ছি কারণ আমার প্রিয় দেশকে আমি নিরাপদ রাখতে চাই৷
উল্লেখ্য, জন ম্যাককেইন ১৭ বছর বয়সেই মার্কিন নৌবাহিনীতে যোগ দেন৷ ভিয়েতনাম যুদ্ধে তিনি আহত হয়েছিলেন এবং যুদ্ধবন্দী ছিলেন৷ এসময় তার ওপর চালানো হয় নির্মম শারিরীক নির্যাতন৷ এ নির্যাতনের ফলে এখনও তিনি হাত মাথার ওপর তুলতে পারেন না৷ এমন অভিজ্ঞতার কারণেই সন্ত্রাস বিরোধী যুদ্ধেও প্রতিপক্ষকে যে কোন প্রকার নির্যাতন করার বিরোধীতা করে আসছেন ম্যাককেইন৷
কিন্তু ম্যাককেইনের সামরিক অভিজ্ঞতা আসলে কতটুকু কাজে দেবে সেটাও এখন একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে৷ কারণ নির্বাচনী প্রচারাভিযান চলাকালে তিনি স্বীকার করেছিলেন যে অর্থনীতি তার মূল বিষয় নয়৷ অথচ স্মরণকালের অন্যতম অর্থনৈতিক বিপর্যয় এ মুহুর্তে মোকাবেলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এ সংকট মোকাবেলায় বুশ প্রশাসন সত্তর হাজার কোটি ডলার ছাড়ের যে পদক্ষেপ নিয়েছে তার সমর্থন যোগাতে বেশ দৌড়ঝাপ করেন ম্যাককেইন৷ এজন্য গত সপ্তাহে হঠাত্করে নির্বাচনী প্রচারাভিযান স্থগিত করে তিনি ওয়াশিংটনে ফিরে যান৷ তবে তিনি ওয়াশিংটনে ফিরে যাবার পরও মার্কিন কংগ্রেস সদস্যদের রাজী করানোর ব্যাপারে তেমন কোন অগ্রগতি হয়নি৷ পর্যবেক্ষকরা এক্ষেত্রে ম্যাককেইনের অতি আবেগপ্রবণ হয়ে পড়ার দিকে আঙ্গুল তুলেছেন৷
তবে ম্যাককেইনের জন্য সবচে বড় চ্যালেঞ্জের বিষয় হয়ে দাড়িয়েছে তার রানিং মেট বাছাই৷ অনেকটা অপ্রত্যাশিত ভাবে তিনি কম পরিচিত সুদুর আলাস্কার গভর্ণর স্যারাহ পেলিনকে তার রানিং মেট বাছাই করেন৷ সমালোচকরা বলছেন ম্যাককেইন ইতিমধ্যে স্কিন ক্যান্সারে আক্রান্ত৷ তাই ম্যাককেইনের অনুপস্থিতিতে পেলিনকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে হতে পারে৷ কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার মত প্রয়োজনীয় অভিজ্ঞতা পেলিনের নেই৷ তবে সমালোচকদের এসব চ্যালেঞ্জের জবাব দেয়ার চেয়েও ম্যাককেইনের কাছে এখন সবচে গুরুত্বপূর্ণ আগামী ৪ঠা নভেম্বরের নির্বাচনে বিজয়৷