যুদ্ধবিরতি কার্যকর
২২ নভেম্বর ২০১২অনেক প্রচেষ্টার পর হামাস ও ইসরায়েলি প্রশাসনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ মিশর এতে মধ্যস্থতা করেছে৷ মিশরের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ কামেল আমর ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এই যুদ্ধবিরতির ঘোষণা দেন, যা কার্যকর হয় বুধবার স্থানীয় সময় রাত নয়টা থেকে৷
যুদ্ধবিরতি কার্যকর হওযার পর গাজার বাসিন্দাদের উল্লাস প্রকাশ করতে দেখা গেছে৷ তবে ইসরায়েলের কিছু কিছু নাগরিককে হতাশ হতে দেখা গেছে৷ চুক্তি অনুযায়ী, দুপক্ষই হামলা থেকে নিজেদের বিরত রাখবে৷ আর ইসরায়েল ২০০৬ সাল থেকে গাজায় যে অবরোধ দিয়ে রেখেছে তা কিছুটা সহজ করবে কিনা, সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে চুক্তি কার্যকর হওয়ার ২৪ ঘণ্টা পর, অর্থাৎ বৃহস্পতিবার রাতে৷
এদিকে যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা থেকে ইসরায়েলের দিকে লক্ষ্য করে কয়েকটি রকেট ছোঁড়া হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি পুলিশের মুখপাত্র৷ আর গাজায়ও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷ তবে কীভাবে সেটা হয়েছে তা জানা যায়নি৷
হামাস নেতা খালেদ মেশাল বলেছেন, ইসরায়েল যদি যুদ্ধবিরতি মানে তাহলে তারাও সেটা মেনে চলবে৷ আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের পরামর্শে তিনি পরিস্থিতিকে শান্ত হওয়ার সুযোগ দিতে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন৷
জাতিসংঘের মহাসচিব বান কি মুন যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন৷
এদিকে মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ডি-৮ সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে যান নি৷ এর পরিবর্তে তিনি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে কিনা, সে দিকে নজর রাখবেন বলে জানা গেছে৷
জেডএইচ / এসবি (রয়টার্স, ডিপিএ)