মধ্যপ্রাচ্য সংকটে ইইউ জড়িয়ে পড়তে পারে?
২০ জুন ২০২৪গাজায় সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধের মাঝে উত্তরে লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠীর সঙ্গেও ইসরায়েল পুরোদস্তুর যুদ্ধে জড়িয়ে পড়লে তার আঁচ গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ হেজবোল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসারাল্লাহ ইসরায়েলের পাশাপাশি এই প্রথম ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ সাইপ্রাসের উপরও হামলার হুমকি দিয়েছেন৷ তার বক্তব্য অনুযায়ী, ভূমধ্যসাগরের অন্যন্য অংশেও তার গোষ্ঠী হামলা চালাতে পারে৷ ইসরায়েলের গোটা ভূখণ্ডসহ আশেপাশের যে কোনো এলাকার উপর জলে-স্থলে-অন্তরীক্ষে সুনির্দিষ্ট হামলার হুমকি দিয়েছেন তিনি৷
লেবাননের সঙ্গে সুসম্পর্ক সত্ত্বেও সাইপ্রাস ইসরায়েলকে নিজস্ব বিমানবন্দর ও সামরিক ঘাঁটি ইসরায়েলকে সামরিক মহড়ার জন্য ব্যবহার করতে দেওয়ায় হেজবোল্লাহর নেতা ক্ষোভ প্রকাশ করেছেন৷ সেখান থেকে লেবাননের উপর হামলা চালানো হলে সাইপ্রাসের সরকারও যুদ্ধের অংশ হয়ে উঠবে বলে নাসরাল্লাহ হুঁশিয়ারি দেন৷
সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্টোদুলিদেস অবশ্য এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেন, যে তার দেশ কোনো সংকটেই কোনো পক্ষকে সমর্থন করছে না৷ তিনি বরং যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে নিজের দেশের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন৷ তার মতে, আরব দেশগুলি ও আন্তর্জাতিক সমাজ সেই ভূমিকাকে স্বীকৃতি দিচ্ছে৷ সাইপ্রাস প্রকাশ্যে সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীকে কোনো সহায়তা দেয় নি৷ তবে সাইপ্রাসের বিশাল আকাশসীমার মধ্যে ইসরায়েলি বিমানবাহিনী মাঝেমধ্যে মহড়া চালানোর অনুমতি পেয়েছে৷ সে দেশে ব্রিটেনের সামরিক ঘাঁটি থেকে অতীতে সিরিয়া ও সম্প্রতি ইয়েমেনে হামলা চালানো হয়েছে৷ সাবেক ঔপনিবেশিক শক্তি হিসেবে ব্রিটেনের দুটি সামরিক ঘাঁটি সে দেশে সক্রিয় রয়েছে৷
ইরান-সমর্থিত হেজবোল্লাহ, ইয়েমেনের হুতি গোষ্ঠী ও সিরিয়ার বাশার আল আসাদের সরকার ইসরায়েলের সঙ্গে আরো বড় সংঘাতে জড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা বাড়ার আশঙ্কা রয়েছে৷ জাতিসংঘ ও মার্কিন প্রশাসন উত্তেজনা কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ অন্যদিকে বুধবার মার্কিন বিমানবাহিনী ইয়েমেনে হুতি-নিয়ন্ত্রিত এলাকার উপর হামলা চালিয়েছে৷ সেখান থেকে লোহিত সাগরে জাহাজের উপর হামলা চালানো হচ্ছিল বলে অ্যামেরিকা দাবি করেছে৷
বুধবার ইসরায়েলি বিমানবাহিনী লেবাননের দক্ষিণে হেজবোল্লাহর কয়েকটি স্থাপনার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেছে৷ হেজবোল্লাহও ইসরায়েলের উত্তরে ড্রোন হামলা চালিয়েছে৷ এক দিন আগে সেই গোষ্ঠী ইসরায়েলের উত্তরে নিজস্ব ড্রোন থেকে তোলা ভিডিও প্রকাশ করে হাইফা শহর ও বন্দরে সামরিক স্থাপনার উপর হামলার হুমকি দিয়েছিল৷ সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয় নি৷
এসবি/কেএম (রয়টার্স, এএফপি)