মধ্যপ্রাচ্য নিয়ে আবারো উত্তেজনা
৬ নভেম্বর ২০১৩গত সপ্তাহে পূর্ব জেরুজালেমে আরো এক হাজার নতুন বসতি নির্মাণের ঘোষণা দিয়েছে ইসরায়েল৷ এরপরই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা ভেস্তে দেয়ার হুমকি দিয়েছে ফিলিস্তিন৷ দুপক্ষের এই উত্তেজনা নিরসনে এখন মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷
ফিলিস্তিনের হুমকির মাত্র কয়েক ঘণ্টা পরই বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন কেরি৷ জুলাইতে কেরির মধ্যস্থতাতেই মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় রাজি হয়েছিল দুপক্ষ৷ মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেল আভিভে পৌঁছান কেরি৷ তেল আভিভ স্কয়ারে সাংবাদিকদের কেরি বলেন, শান্তি আলোচনায় আগ্রহী হওয়ায় ১৮ বছর আগে ঠিক ঐ স্থানেই আততায়ীদের হাতে নিহত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী৷ কিন্তু শান্তি আলোচনা যাতে ভেস্তে না যায় তাই তিনি কোনো কিছু পরোয়া না করেই সেখানে উপস্থিত হয়েছেন৷
এর কয়েক ঘণ্টা পরেই জেরুজালেমে ইসরায়েল ও ফিলিস্তিনের শীর্ষ মধ্যস্থতাকারীদের বৈঠক হয়৷ ফিলিস্তিনের একজন নেতা বলেন, ইসরায়েলের এই আচরণের পর তাদের সাথে শান্তি বজায় রাখা সম্ভব নয়৷ নাম প্রকাশে অনিচ্ছুক এক ফিলিস্তিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, ঐ বৈঠকেই ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে গেছে৷
নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে কেরির দেখা করার কথা রয়েছে৷
এরপর বুধবার রাতেই আবার ইসরায়েলের প্রেসিডেন্ট সিমোন পেরেজের সঙ্গে বৈঠক করার কথা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর৷ তারপর তিনি দ্বিতীয়বারের মতো বৈঠক করবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে৷
এপিবি/জেডএইচ (এপি/এএফপি)