ইসরায়েলের শান্তি আলোচনা
১৩ আগস্ট ২০১৩কলোম্বিয়ার রাজধানী বোগোটায় এক সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণের বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু-র সাথেও কথা বলার চেষ্টা করেছিলেন৷ তবে হার্নিয়ায় অস্ত্রোপচারের কারণে অসুস্থ থাকায় তার সাথে কথা বলতে পারেন নি৷
কেরি জানান, ইসরায়েলের এই বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র অবৈধ হিসেবেই দেখছে৷ তবে, দুপক্ষের বর্তমান অবস্থানের কারণে খুব দ্রুত দুপক্ষের আলোচনার টেবিলে বসাটা জরুরি বলে মনে করেন তিনি৷
আলোচনায় বসলে দুপক্ষই তাদের সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করতে পারবেন বলে আশা করেন কেরি৷ তাঁর আশা, আলোচনার মাধ্যমে অধিকৃত অঞ্চলে বসতি র্নিমাণ, সীমান্ত নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তারা সমাধানে পৌঁছাতে সমর্থ হবে৷ উসকানি না দিয়ে বরং নিজেদের সমস্যাগুলো মিটিয়ে ফেলার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কেরি৷
এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ জানিয়েছেন, অধিকৃত অঞ্চলে নতুন বসতি নির্মাণের ইসরায়েলের ঘোষণার ব্যাপারে তাঁরা উদ্বিগ্ন৷ রবিবার পশ্চিম তীর ও জেরুসালেমে বসতির মধ্যে আরো প্রায় ১,২০০ বাসস্থান নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল৷ মঙ্গলবার পূর্ব জেরুজালেম-এ আরও প্রায় ১,০০০ বাসস্থান নির্মাণের অনুমতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ৷
যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যপ্রাচ্য আলোচক মার্টিন ইন্ডিক এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন৷ আগামী বুধবার দুদেশের মধ্যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে৷ ফিলিস্তিন কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন বসতি নির্মাণের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে৷ যদিও শান্তি আলোচনার চুক্তি হিসেবে ইসরায়েল ১০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে৷ এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় এসব সমস্যার কতটা সমাধান হয়৷
এপিবি / এসবি (এপি, রয়টার্স)