1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলের শান্তি আলোচনা

১৩ আগস্ট ২০১৩

পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে নতুন বসতি স্থাপনের ইসরায়েলের ঘোষণা শান্তি আলোচনায় কোন বাধা হয়ে দাঁড়াবে না জানিয়েছেন জন কেরি৷ কেরি জানান, ইসরায়েলের শীর্ষ আলোচক সিপি লিভনির সঙ্গে এ ব্যাপারে তার কথা হয়েছে৷

https://p.dw.com/p/19OTD
U.S. Secretary of State John Kerry announces further peace talks at a news conference with Israel's Justice Minister Tzipi Livni (L) and Chief Palestinian negotiator Saeb Erekat (R) at the State Department in Washington July 30, 2013. Israel and the Palestinians will seek to reach a peace agreement within nine months and negotiators will meet again within two weeks after holding a "positive" first round of talks, Kerry said on Tuesday. REUTERS/Jonathan Ernst (UNITED STATES - Tags: POLITICS)
ছবি: Reuters

কলোম্বিয়ার রাজধানী বোগোটায় এক সংবাদ সম্মেলনে জন কেরি বলেন, অধিকৃত অঞ্চলে বসতি নির্মাণের বিষয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু-র সাথেও কথা বলার চেষ্টা করেছিলেন৷ তবে হার্নিয়ায় অস্ত্রোপচারের কারণে অসুস্থ থাকায় তার সাথে কথা বলতে পারেন নি৷

কেরি জানান, ইসরায়েলের এই বসতি নির্মাণকে যুক্তরাষ্ট্র অবৈধ হিসেবেই দেখছে৷ তবে, দুপক্ষের বর্তমান অবস্থানের কারণে খুব দ্রুত দুপক্ষের আলোচনার টেবিলে বসাটা জরুরি বলে মনে করেন তিনি৷

আলোচনায় বসলে দুপক্ষই তাদের সমস্যাগুলো তুলে ধরে সেগুলোর সমাধান নিয়ে আলোচনা করতে পারবেন বলে আশা করেন কেরি৷ তাঁর আশা, আলোচনার মাধ্যমে অধিকৃত অঞ্চলে বসতি র্নিমাণ, সীমান্ত নিরাপত্তাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে তারা সমাধানে পৌঁছাতে সমর্থ হবে৷ উসকানি না দিয়ে বরং নিজেদের সমস্যাগুলো মিটিয়ে ফেলার জন্য উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন কেরি৷

এদিকে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেরি হার্ফ জানিয়েছেন, অধিকৃত অঞ্চলে নতুন বসতি নির্মাণের ইসরায়েলের ঘোষণার ব্যাপারে তাঁরা উদ্বিগ্ন৷ রবিবার পশ্চিম তীর ও জেরুসালেমে বসতির মধ্যে আরো প্রায় ১,২০০ বাসস্থান নির্মাণের ঘোষণা দেয় ইসরায়েল৷ মঙ্গলবার পূর্ব জেরুজালেম-এ আরও প্রায় ১,০০০ বাসস্থান নির্মাণের অনুমতি দিয়েছে পৌর কর্তৃপক্ষ৷

যুক্তরাষ্ট্রের শীর্ষ মধ্যপ্রাচ্য আলোচক মার্টিন ইন্ডিক এরই মধ্যে মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন৷ আগামী বুধবার দুদেশের মধ্যে শান্তি আলোচনা শুরুর কথা রয়েছে৷ ফিলিস্তিন কর্তৃপক্ষ এরই মধ্যে নতুন বসতি নির্মাণের ঘোষণার প্রতিবাদ জানিয়েছে৷ যদিও শান্তি আলোচনার চুক্তি হিসেবে ইসরায়েল ১০০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়ার প্রক্রিয়া শুরু করেছে৷ এখন দেখার বিষয়, মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় এসব সমস্যার কতটা সমাধান হয়৷

এপিবি / এসবি (এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য