ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার বছরপূর্তিতে এথেন্সে প্রতিবাদ
গ্রিসের ইতিহাসে ভয়াবহতম ট্রেন দুর্ঘটনার এক বছর পূর্তিতে বুধবার বিক্ষোভে উত্তাল ছিল এথেন্সের রাজপথ৷
এক বছর আগে
২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি গ্রিসে দু’টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ৫৭ জন মারা যান, যাদের অধিকাংশই শিক্ষার্থী ছিলেন৷ ছুটি কাটিয়ে ফিরছিলেন তারা৷ সেই ঘটনার এক বছর পূর্তিতে নিহতদের স্মরণ করলো এথেন্স৷
বিক্ষোভ ও প্রতিবাদ
ঘটনার বছরপূর্তিতে বিক্ষোভ করেন শিক্ষার্থী ও রেল কর্মচারীরা৷ তারা ঘটনার বিচার চান এবং রেল কর্মচারীরা চান বেতন বৃদ্ধি৷
যান চলাচল ব্যাহত
ইউনিয়ন দিনব্যাপী ধর্মঘটের ডাক দেয়৷ ফলে রাজধানী এথেন্সের সঙ্গে রেল চলাচল বন্ধ থাকে৷ শহরে যান চলাচল ব্যাহত হয়৷
পুলিশের সঙ্গে সংঘর্ষ
শ্রমিক ও শিক্ষার্থীদের বিক্ষোভ সহিংস রূপ যেন না নেয় সেজন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়৷ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে৷
এখনো ভয়
দুর্ঘটনায় বেঁচে যাওয়াদের কেউ কেউ বলেন, এখনো ট্রেনে চড়তে ভয় পান তারা৷ রেল বিভাগও এখন আগের মতো কর্মী পাচ্ছেন না৷
আস্থা কমে গেছে মানুষের
দেশের রেল যোগাযোগের ওপর আস্থা কমে গেছে গ্রিকদের৷ পরিবহণ মন্ত্রণালয় অবশ্য বলেছে, তারা পুরো রেল যোগাযোগ সিস্টেমকে ঢেলে সাজাবে৷
শুধু এথেন্সে নয়
বিক্ষোভ শুধু এথেন্সে নয়, ছড়িয়েছে পুরো দেশে৷ জনরোষও শুধু রেল যোগাযোগের ওপর নয়, এক দশক ধরে চলা অর্থনৈতিক সংকট ও জনসেবা নিশ্চিতে সরকারের ব্যর্থতার বিরুদ্ধেও মানুষ আওয়াজ তোলেন৷
বিচার এখনো হয়নি
দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর শুধু একজন স্টেশন মাস্টারকে গ্রেফতার করা হয়৷ কিন্তু ঘটনার বিচার এখনো শুরু হয়নি৷ সরকার বলছে, আগামী জুন মাসে শুনানি শুরু হবে৷
রাজনীতিবিদদের রক্ষায় আইন
মানুষের ক্ষোভ এজন্যও যে গ্রিসের আইন রাজনীতিবিদদের কাঠগড়ায় দাঁড় করাতে পারে না৷ শুধু সংসদ তাদের বিরুদ্ধে তদন্ত করতে পারে৷