1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভ্যাকসিন পাসপোর্ট: লাভের আশায় কতটা ছাড়

৬ ফেব্রুয়ারি ২০২১

করোনা যাবে তারপর হবে- অর্থনীতির চাকা তো তা ভেবে থামিয়ে রাখা যায় না৷ তাই দেশে দেশে অর্থনীতিকে সচল করতে তৈরি হচ্ছে ‘ভ্যাকসিন পাসপোর্ট'৷ তবে এর ন্যায়সম্মত কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে শুরুতেই৷

https://p.dw.com/p/3oygv
প্রতীকী ছবিছবি: Getty Images/AFP/P. Huguen

করোনার কারণে ভ্রমণ এবং বিনোদন জগত বন্ধ ছিল দীর্ঘদিন৷ ফলে মানতে হয়েছে ব্যাপক ক্ষতি৷ কিন্তু আর কত? মহামারির প্রকোপ কিছুটা কমতেই শুরু হয়েছে বড় জমায়েত নিরাপদ করার নানা উদ্যোগ৷ ‘ভ্যাকসিন পাসপোর্ট’ তৈরি হচ্ছে বিভিন্ন দেশে৷ এই বিশেষ পাসপোর্টের কাজ সংশ্লিষ্ট ব্যক্তির চেহারা চেনানো এবং তিনি করোনার সংক্রমণমুক্ত কিনা তা জানানো৷

এমন ‘প্রবেশপত্র’ তৈরির কাজ করছে বায়োমেট্রিক কোম্পানি আইপ্রুভ এবং সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এমভাইন৷ ব্রিটিশ সরকারের টাকায় সে দেশের জাতীয় স্বাস্থ্য সংস্থা এনএইচএস-এর জন্য ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করছে তারা৷ আশা করা হচ্ছে, ভ্যাকসিন পাসপোর্ট এলে ব্রিটেনের অনেক অঞ্চল, বিশেষ করে ম্যানচেস্টারে রাতের জীবনে অন্তত বিনোদন ফিরবে, ফলে আবার চাঙ্গা হবে বিনোদন জগতের ব্যবসা৷

ম্যানচেস্টারের পার্কলাইফ মিউজিক ফেস্টিভ্যালের উপদেষ্টা এবং সহ-প্রতিষ্ঠাতা স্যাচা লর্ড মনে করেন, এমন পরিচয়পত্র খুব দরকার৷ তার মতে, বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উপভোগ করা না গেলে উৎসবকে কখনো উৎসব মন হয় না৷ স্যাচা মনে করেন, সেভাবে সংগীত উৎসব উপভোগের সুযোগ করে দিতে করোনায় সংক্রমিত কেউ আসরে ঢুকে পড়ছে না তা নিশ্চিত করা খুব দরকার এবং ভ্যাকসিন পাসপোর্ট সেই কাজে দারুণ সহায়ক৷

কিন্তু এই ‘পাসপোর্ট’ যেমন কাউকে করোনামুক্ত বলে অনুষ্ঠান উপভোগের অবারিত সুযোগ করে দিতে পারে, তেমনি আবার একজনের কারণে তার সঙ্গের সবাইকেই ফেলতে পারে বাতিলের খাতায়৷ ফলে উঠতে পারে বৈষম্যমূলক আচরণের অভিযোগ৷

আইপ্রুভ-এর প্রধান নির্বাহী আন্দ্রে বাড অবশ্য মনে করেন, জরুরি ভিত্তিতে অনুষ্ঠান স্থলে প্রবেশের জন্য দ্রুত করোনা পরীক্ষার ব্যবস্থা রাখা যেতে পারে৷ সঙ্গে তিনি এ-ও জানান, সবাইকে প্রবেশের সুযোগ করে দেয়ার বিষয়টি দেখা তাদের দায়িত্ব নয়, তাদের দায়িত্ব শুধু ভ্যাকসিন পাসপোর্ট তৈরি করে অর্থনীতির চাকা আবার সচল করায় ভূমিকা রাখা৷

এসিবি/কেএম (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান