ব্রিটিশ পোষ্যেরা ইইউ পাসপোর্ট হারাবে
১৭ ডিসেম্বর ২০২০যুক্তরাজ্যের পোষ্য-প্রেমিকদের জন্য দুঃসংবাদ। এতদিন যুক্তরাজ্যের পোষা কুকুর, বেড়াল সহ অন্য পোষ্যদের ইইউ পাসপোর্ট ছিল। সেই পাসপোর্ট দেখিয়ে মালিকরা তাদের সঙ্গে নিয়ে ইউরোপের যে কোনো দেশে ঘুরে বেড়াতে পারতেন। কিন্তু ব্রেক্সিটের পর ৩১ ডিসেম্বর থেকে তাঁরা আর সেই সুবিধা পাবেন না।
যুক্তরাজ্যের মুখ্য পশুচিকিৎসা অফিসার জানিয়েছেন, এরপরেও যুক্তরাজ্যের মানুষ তাঁদের পোষ্য নিয়ে ইইউ-র দেশগুলিতে যেতে পারবেন, তবে তাঁদের সঙ্গে বিশেষ অ্যানিমাল হেলথ সার্টিফিকেট থাকতে হবে।
সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ইইউ পেট ট্র্যাভেল স্কিম অনুসারে যুক্তরাজ্যকে পার্ট ২ স্টেটাস দেয়া হয়েছে। তাই তাদের পোষ্য নিয়ে ইউরোপের দেশে আসতে গেলে কিছু নিয়ম মনাতে হবে। এর আগে ইইউ-র পেট পাসপোর্ট নিয়ে যুক্তরাজ্যের মানুষেরা ইউরোপের যে কোনো দেশেই অবাধে ঘুরতে পারতেন। কিন্তু ব্রেক্সিটের ট্র্যানজিশন পিরিয়ড শেষ হওয়ার পর আর তা সম্ভব নয়।
নতুন ব্যবস্থায় কুকুর, বেড়াল বা অন্য পোষ্যদের জলাতঙ্কের ভ্যাকসিন লাগাতে হবে, টেপওয়ার্ম বা ফিতে ক্রিমির ওষুধ দিতে হবে এবং মাইক্রোচিপ লাগাতে হবে। তারপর বিশেষ সার্টিফিকেটও নিতে হবে।
এমনকী ব্রিটেন থেকে উত্তর আয়ারল্যান্ড যেতে গেলেও এই নিয়ম কার্যকর হবে।
তবে ইইউ বা উত্তর আয়ারল্যান্ড থেকে ব্রিটেনে পোষ্য নিয়ে ঢোকার ক্ষেত্রে বর্তমান ব্যবস্থাই চালু থাকবে। তাতে নতুন কোনো পরিবর্তন হচ্ছে না।
ঘটনা হলো, যুক্তরাজ্যে এক কোটি ২০ লাখ বাড়িতে পোষ্য আছে। তার মধ্যে ৯০ লাখ কুকুর ও ৮০ লাখ বেড়াল। এই তথ্য পেট ফুড ম্যানুফ্যাকচার্স অ্যাসোসিয়েশনের ২০১৮ সালের রিপোর্টে দেওয়া হয়েছে।
জিএইচ/এসজি(রয়টার্স, এএফপি, এপি)