ভেনেজুয়েলার কারাগারে জার্মান সাংবাদিক
১৪ ডিসেম্বর ২০১৮বিলি জিক্স বার্লিনভিত্তিক ‘ইয়ুঙ্গে ফ্রাইহাইট' পত্রিকার সাংবাদিক৷ পররাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, তাঁকে স্থানীয় জার্মান কনস্যুলেট প্রয়োজনীয় সহায়তা করতে প্রস্তুত৷
এদিকে বিলি জিক্সের গ্রেফতারের ঘটনায় মুক্ত গণমাধ্যম বিষয়ক সংগঠনগুলো নিন্দা জানিয়েছে৷ অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়ে সংগঠনগুলো বলেছে, দলমত নির্বিশেষে সবার ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে৷
ইয়ুঙ্গে ফ্রাইহাইট পত্রিকার প্রধান সম্পাদক ডিটার স্টাইন ডয়েচে ভেলেকে বলেন, ‘‘বৈশ্বিক সংকট নিয়ে বিলি জিক্স যেসব প্রতিবেদন করেছেন সেগুলো ভীষণ প্রশংসিত হয়েছিল৷ আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে তাঁর মুক্তির জন্য চেষ্টা করবো৷ তাঁর পরিবার ও তাঁকে মুক্ত করতে পররাষ্ট্রমন্ত্রণালয়ের সকল প্রয়াসের প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকবে৷''
বিলি জিক্স এ মুহূর্তে কোথায়, কেমন আছেন তা পররাষ্ট্রমন্ত্রণালয় এখনো জানতে পারেনি৷ ভেনেজুয়েলার এনজিও এসপ্যাসিও পুবলিকোর কর্মকর্তা জেরার্ডো মোরনের বরাত দিয়ে রিপোর্টার্স উইদাউট বর্ডার জানিয়েছে, বিলিকে গুপ্তচরবৃত্তি, বিদ্রোহে ইন্ধন ও অনধিকার প্রবেশের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে৷ তিনি ভেনেজুয়েলায় মাদক পাচার, মানব পাচার, আমদানি-রফতানি নিষিদ্ধ পণ্য পাচারসহ স্থানীয় অপরাধ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করছিলেন৷
লুইস স্যান্ডার্স/এফএ