1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভূমিকম্প ও সুনামির পর জাপানে মৃতের সংখ্যা বাড়ছে

১১ মার্চ ২০১১

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শুক্রবার ৮.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প ও সুনামির পর একাধিক অঞ্চলে অসংখ্য মৃতদেহ পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/10XK9
ভূমিকম্প ও সুনামিতে বিপর্যস্ত জাপানছবি: NHK/AP/dapd

মৃত অথবা নিখোঁজের সংখ্যা বেড়েই চলেছে৷ শুধু একটি শহরেই ২০০ মানুষ মৃত বলে জানা গেছে৷ প্রত্যক্ষদর্শী এবং জাপানের সরকারি টেলিভিশন এনএইচকে বলছে, শুক্রবার দুপুরে ভূমিকম্পে রাজধানী টোকিওতে অনেকেই আহত হয়েছেন৷ যুক্তরাষ্ট্র এবং জাপান বলছে, এটি ছিল ১৯০০ সালের পর বিশ্বের পঞ্চম বৃহত্তম এবং ইতিহাসের সপ্তম শক্তিশালী ভূমিকম্প৷ ১৪০ বছরের মধ্যে এটিই দেশটির সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প৷ তীব্র মাত্রার ঐ ভূমিকম্পের পরে আরো কয়েকটি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে৷

Japan Tokio Erdbeben Flash-Galerie
এমন পরিস্থিতিতে রাস্তাঘাটে যান চলাচল প্রায় বন্ধছবি: picture alliance / dpa

ভূমিকম্পের পর ১০ মিটার উঁচু সুনামি’র সতর্কতা জারি করে জাপান, যা গত সাত বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার৷ উপকূলীয় অঞ্চলে প্রথমে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হলেও দেখতে দেখতেই চোখের নিমিষে সুনামিতে ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি এবং যানবাহন৷ কর্তৃপক্ষ জানিয়েছে, একটি যাত্রীবাহী ট্রেন এখনো নিখোঁজ৷

দুপুরে টেলিভিশনে টোকিও'র শহরতলী ওডাইবা'র একটি দালানে আগুন এবং কালো ধোয়া দেখানো হয়৷  দেখা যায়, ইয়োকোহামা'র শিল্প এলাকা কালো ধোয়ায় ছেয়ে গেছে৷ টিভি ফুটেজে আরও দেখা যায়, দেশটির উত্তরাঞ্চলের কামাইচি'তে সুনামি শুরু হতে হতেই গাড়ি, নৌকা, বাসসহ বিভিন্ন যানবাহন পানিতে ভেসে যাচ্ছে৷ প্রাকৃতিক এই বিপর্যয়ের পর ঐ অঞ্চলের জাহাজের মালামাল খালাসের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে৷

রয়টার্স এর জাপান সংবাদদাতা লিন্ডা সিগ বলেন,‘‘ভূমিকম্প তাঁদের দালানটিকে বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকুনি দেয়৷ সেসময় নিউজ রুমের অনেকেই হেলমেট পরেন এবং কেউ কেউ টেবিলের নিচে আশ্রয় নেন৷'' লিন্ডা বলেন, ‘‘ আমি বিশ বছরের বেশি সময় ধরে জাপানে আছি৷ এতগুলো বছরের মধ্যে সম্ভবত এর চেয়ে খারাপ পরিস্থিতি আমি কখনও দেখিনি৷''

এই ভূমিকম্পের কেন্দ্র ছিল টোকিও থেকে ৪০০ কিলোমিটার দূরে উত্তর-পূর্বাঞ্চলে মাটির গভীরে৷ জাপানের উত্তর-পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকা সানরিকুতে এর আগেও ভূমিকম্প এবং সুনামি হয়৷ এবং গত বুধবারে সেখানে ৭ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়৷

ফিলিপাইনস, ইন্দোনেশিয়া এবং রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূল পর্যন্ত শক্তিশালী এ সুনামি আঘাত হানতে পারে বলে ইতোমধ্যে সতর্কতা জারি করা হয়েছে৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস
সম্পাদনা: সঞ্জীব বর্মন