1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মৃতের সংখ্যা হাজার ছুঁয়ে যাবে: কাজি ইনসানুল হক

১২ মার্চ ২০১১

জনজীবন বিপর্যস্ত, সুনামি সতর্কতা এখনো প্রত্যাহার করে নি জাপান সরকার৷ ভূমিকম্পের পর শুক্রবার রাতে ডয়চে ভেলেকে নিজের অভিজ্ঞতার কথা জানালেন কাজি ইনসানুল হক৷

https://p.dw.com/p/10XlA
বিপদ এখনো কাটে নিছবি: dapd

পরিবহন ব্যবস্থা কার্যত অচল হয়ে যাওয়ার ফলে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছতে হচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রধানমন্ত্রী স্বয়ং জরুরি ভিত্তিতে হাল ধরেছেন৷ রেডিও-টেলিভিশনের মাধ্যমে জনসাধারণকে সর্বশেষ খবর দেওয়া হচ্ছে ও সতর্কতা জারি করা হচ্ছে৷ আরও কম্পন ও সুনামির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না৷ গত ৫ দশকেও এত বড় মাত্রার ভূমিকম্পের স্মৃতি নেই বেশিরভাগ মানুষের মনে৷ জাপানে বসবাসরত বাঙালিদের সম্পর্কে কাজি ইনসানুল হকের কাছে এখনো কোনো পাকা খবর নেই৷

সাক্ষাৎকার: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আরাফাতুল ইসলাম