1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভুয়া পর্নোগ্রাফি ব্যবহারের অনুমতি পেল তদন্তকারীরা

১৯ জানুয়ারি ২০২০

তদন্তের খাতিরে ভুয়া ও কম্পিউটারে তৈরি শিশু পর্নোগ্রাফি ব্যবহারের অনুমতি পেলেন জার্মানির তদন্তকারীরা৷ শুক্রবার সংসদে এ সংক্রান্ত আইন পাস হয়েছে৷

https://p.dw.com/p/3WQcj
Symbolbild Pädophilen bei YouTube-Videos mit Kindern
ছবি: Imago/Ritzau Scanpix/Skaermbillede

শিশুদের প্রতি যৌনাসক্ত বা পেডোফিলদের ধরতে তদন্তকারীদের মাঝেমধ্যে বিভিন্ন পর্নো সাইটে ঢোকার প্রয়োজন পড়ে৷ এমন অনেক সাইটে প্রবেশের শর্ত হিসেবে শিশুদের অশ্লীল ছবি কিংবা ভিডিও আপলোড করতে হয়৷ সে কারণে তদন্তকারীরা এতদিন চাইলেও এসব ওয়েবসাইটে ঢুকতে পারতেন না৷

এই সমস্যার সমাধানে আইনে পরিবর্তন আনলেন সাংসদরা৷ ফলে এখন থেকে তদন্তকারীরা একজন বিচারকের অনুমতি নিয়ে ভুয়া শিশু পর্নোগ্রাফি ব্যবহার করতে পারবেন৷ এছাড়া তদন্তকারীদের বিশেষ প্রশিক্ষণও নিতে হবে৷

এছাড়া ‘সাইবার গ্রুমিং' আইন আরও শক্তিশালী করার পক্ষেও শুক্রবার ভোট দিয়েছেন জার্মান সাংসদরা৷ ফলে এখন থেকে কোনো পেডোফিল কোনো তদন্তকারীকে শিশু মনে করে তাঁকে ফাঁদে ফেলার চেষ্টা করলে, সেটিও অপরাধ বলে বিবেচিত হবে৷

শিশুদের নিয়ে কাজ করা জার্মান সংস্থা ‘ডয়েচার কিন্ডারহিলফসভ্যার্ক' নতুন পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে৷ তবে আইনে আরও পরিবর্তন আনা উচিত বলেও মনে করছে তারা৷ ‘‘আইনে এমন পরিবর্তন ছাড়াও অনলাইনে সাইবার গ্রুমিং থেকে শিশুদের বাঁচাতে পুলিশ ও বিচার বিভাগে আরও তদন্তকারী নিয়োগ করা প্রয়োজন,'' বলে মনে করেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট আন্নে ল্যুটকেস৷ এছাড়া অনলাইনের বিপদ সম্পর্কে শিশুদের আরও সচেতন করার উদ্যোগ নেয়া প্রয়োজন বলেও মনে করছেন তিনি৷

মার্ক হালাম/জেডএইচ