1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট দাঙ্গা: ১১ জনের যাবজ্জীবন

১৭ জুন ২০১৬

২০০২ সালে গুজরাটে দাঙ্গার সময় ৬৯ জন মুসলমান হত্যার দায়ে ১১ জন হিন্দুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ভারতের এক আদালত৷ মুসলিম অধ্যুষিত এক আবাসিক এলাকায় আগুন ধরিয়ে তাদের হত্যা করা হয়েছিল৷

https://p.dw.com/p/1J8bn
10 Jahre Pogrome in Gujarat
ছবি: AP

একই অভিযোগে আরও ১২ জনের বিরুদ্ধে সাত বছরের ও একজনের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের রায় দেন আহমেদাবাদের এক বিশেষ আদালত৷ এর আগে গত সপ্তাহে একই মামলায় ৩৬ জনকে মুক্ত করে দেয়ার রায় দিয়েছিলেন একই আদালত৷ ২০০৯ সালে শুরু হওয়া এই মামলার কাজ বিভিন্ন সময়ে বাধাপ্রাপ্ত হয়৷ এই দীর্ঘ সময়ে অভিযুক্ত ছয়জন মারা যান৷ নিখোঁজ হন আরও একজন৷

দাঙ্গার সূত্রপাত হিন্দুদের প্রাণহানির ঘটনা দিয়ে৷ ২৭ ফেব্রুয়ারি একটি ট্রেনে আগুন লেগে ৫৯ জন হিন্দু নিহত হন৷ অগ্নিকাণ্ডের জন্য মুসলমানদের দায়ী করে তাদের উপর হামলা শুরু করে হিন্দুরা৷ যদিও ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় মুসলমানদের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হয়নি৷

ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনার পরদিন ২৮ ফেব্রুয়ারি গুজরাটের আহমেদাবাদ শহরের ‘গুলবার্গ সোসাইটি’ আবাসিক এলাকায় হামলা চালায় হিন্দুরা৷ এতে ৬৯ জন মুসলিম প্রাণ হারান৷ এর মধ্যে একজন ছিলেন সাবেক সাংসদ এহসান জাফরি৷ তাঁর স্ত্রী জাকিয়া জাফরি ১১ জনকে যাবজ্জীবন দেয়ার রায়ে রায়ে হতাশা প্রকাশ করেছেন৷ তিনি হত্যাকাণ্ডের দায়ে অভিযুক্তদের মৃত্যুদণ্ড চেয়েছিলেন৷ তবে বিশেষ আদালতের বিচারক পি বি দেশাই বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ‘অপরাধমূলক ষড়যন্ত্রের' বিষয়টি বিচারকরা প্রমাণ করতে পারেননি বলে মৃত্যুদণ্ডের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে৷

সপ্তাহখানেক ধরে চলা দাঙ্গায় এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়৷ সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যের প্রধান হিসেবে দাঙ্গা নিরসনে ভূমিকা না রাখায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মোদির সমালোচনা করেছে৷ তবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন করা একটি তদন্ত কমিটি মোদির বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পায়নি যার ভিত্তিতে তাঁর বিচার শুরু করা যায়৷ দাঙ্গা সংশ্লিষ্ট মোট ১০টি ঘটনা তদন্তে ২০০৮ সালে কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট৷

জেডএইচ/ডিজি (এএফপি, ডিপিএ, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য