1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে বিটলস সদস্যদের বন্ধু ছিলেন যিনি

৬ জুন ২০২১

বিশ্বখ্যাত ব্যান্ডদল বিটলসের সদস্যদের সঙ্গে সখ্যতা গড়ে উঠেছিল ভারতের সংগীত শিল্পী অজিত সিংয়ের৷ হ্যারিসনদের গানে তিনি বাদ্যযন্ত্র বাজিয়ে সঙ্গ দেন৷ ঘটনাটি প্রায় অর্ধশত বছর আগের৷

https://p.dw.com/p/3uUHg
১৯৬৮ সালের মার্চে ভারতে মহর্ষি মহেশ যোগীর সাথে বিটলস সদস্যরা৷ছবি: Getty Images

সময়টা ছিল ফেব্রুয়ারি, ১৯৬৮ সাল৷ উত্তর ভারতে ভ্রমণে এসেছিলেন ইংলিশ রকব্যান্ড বিটলসেরসদস্যরা৷ দেশটির উত্তরাঞ্চলের ঋষিকেশ-এ তারা ঘুরে বেড়িয়েছেন৷ সময় কাটিয়েছেন মহর্ষি মহেশ যোগীর আশ্রমে৷ ভারতে আধ্যাত্মিকতার চর্চা বদলে দিয়েছিল বিটলসকে৷ জন লেনন, পল ম্যাককার্টনি, জর্জ হ্যারিসন আর রিঙ্গো স্টার৷ হোয়াইট অ্যালবামের বেশিরভাগ গান তারা লিখেছিলেন ভারতে বসে গঙ্গা তীরবর্তী সংস্কৃতিতে প্রভাবিত হয়ে৷

ঠিক সেই সময়টায় দেরাদুনের কাছে অজিত সিংয়ের সংগীত যন্ত্রের দোকানে এসে হাজির হন একদিন হ্যারিসনরা৷ সেখান থেকেই সখ্যতার শুরু, বিটলসের সদস্যদের সঙ্গে গড়ে ওঠে তার আন্তরিকতার সম্পর্ক৷ একটা সময়ে নিজ বাড়িতে চায়ের দাওয়াতও দেন সেসময়ের তরুণ শিল্পীদের৷ পরবর্তীতে লেননের গিটারও ঠিক করে দেন তিনি, হ্যারিসনের ২৫ বছরের জন্মদিনে বিটলসের সঙ্গে বাদ্যযন্ত্র বাজান৷ ২০১৯ সালে এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে সেই সময়ের গল্প শুনিয়েছিলেন অজিত৷ ‘‘তারা আমাদের সঙ্গে খুবই আন্তরিক ছিল, মোটেও অহঙ্কারী বা সেরকম কিছু ছিল না,’’ স্মৃতি হাতড়ে বলেছিলেন তিনি৷ সে সময়ও সেই ঐতিহাসিক দোকানটি চালাতেন তিনি, যার নাম প্রতাপ মিউজিক হাউস৷

অজিত সিং নিজেও একজন সংগীত শিল্পী ছিলেন৷ দেশ ও দেশের বাইরে গিয়ে অনেক পারফর্মও করেছেন৷ অল ইন্ডিয়া রেডিওর শীর্ষ শিল্পীদের তালিকায় ছিলেন৷ ভারতীয় ঐতিহ্যবাহী সংগীত যন্ত্র ‘বিচিত্র বীণা' বাজাতে জানা এমন হাতে গোনা কয়েকজনের একজন তিনি৷ মঙ্গলবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান ৮৮ বছর বয়সি মানুষটি৷ 

এফএস/এসএস (এএফপি)