1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টু-জি কেলেঙ্কারি

২ ফেব্রুয়ারি ২০১২

টু-জি কেলেঙ্কারি কাণ্ডের জেরে ১২২টি টেলিকম লাইসেন্স বাতিল করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷ আদালতের এ রায়ে এক বড় রকম ধাক্কা খেলো মনমোহন সিং সরকার৷ ঐ দুর্নীতিতে তৎকালীন অর্থমন্ত্রী পি. চিদাম্বরমকেও রেহাই দেয়নি শীর্ষ আদালত৷

https://p.dw.com/p/13vUh
পি. চিদাম্বরমছবি: UNI

সাবেক টেলিকমমন্ত্রী এ.রাজার আমলে বণ্টন করা টু-জি স্পেকট্রামের ১২২টি লাইসেন্স আজ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট৷ দুই বিচারকের এক বেঞ্চের রায়ে বলা হয় টেলিকম নিয়ামক সংস্থা ট্রাই-এর নির্দেশিকা না মেনে আগে এলে, আগে পাবে নীতি মানা হয়৷ ২০০১ সালের দামে ২০০৮ সালে ঐ স্পেকট্রাম বণ্টনের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন টেলিকমমন্ত্রী এ.রাজা৷ ফলে অডিটর জেনারেলের হিসেব মত সরকারের লোকসান দাঁড়ায় প্রায় ৭৬ হাজার কোটি টাকার মত৷

অসৎ উপায়ে লাইসেন্স নেবার অপরাধে ৬টি টেলিকম সংস্থাকে জরিমানা করা হয়৷ এই রায়ে ক্ষতির মুখে পড়লো টাটা, ইউনিকর, ভিডিওকন, আইডিয়া প্রভৃতি কোম্পানি৷ তবে গ্রাহকদের স্বার্থের দিকে তাকিয়ে, আগামী চারমাস বর্তমান পরিষেবা অব্যাহত থাকবে৷ গ্রাহকরা এই সময়ের মধ্যে অন্য সার্ভিস প্রোভাইডারদের বেছে নিতে পারবেন৷ চার মাস পর নতুন কোরে স্পেকট্রাম বণ্টন প্রক্রিয়া শুরু করার কথা বলা হয় রায়ে৷

টু-জি কাণ্ডে তৎকালীন অর্থমন্ত্রী পি. চিদাম্বরমের বিতর্কিত ভূমিকার জন্য কেন তাঁকে অভিযুক্ত করা হবেনা - এ কথা জানতে, শীর্ষ আদালতের দ্বারস্থ হন জনতা পার্টির সভাপতি সুব্রামনিয়াম স্বামী৷ বর্তমান টেলিকমমন্ত্রী কপিল সিব্বাল বলেন, রায়ে বলা হয়েছে অর্থমন্ত্রী সতর্ক কোরে দেয়া সত্বেও তাতে কান দেননি এ.রাজা৷

সুব্রামনিয়াম স্বামীর মতে, টেলিকমমন্ত্রী অর্থমন্ত্রীর কথা অগ্রাহ্য করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়৷ কাজেই বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমকেও সহ-অভিযুক্ত করা হোক৷ সুপ্রীম কোর্ট বিষয়টি ছেড়ে দিয়েছেন নিম্ন আদালতের ওপর৷ ৪ঠা ফেব্রুয়ারি আদালত ঠিক করবেন চিদাম্বরমের বিরুদ্ধে মামলা করা হবে কিনা৷

আজ এক সংবাদ সম্মেলনে কপিল সিব্বাল বলেন, সুপ্রীম কোর্টের রায় থেকে সরকার এই শিক্ষাই নিয়েছে যে, সংশ্লিষ্ট মন্ত্রী সকলের সঙ্গে পরামর্শ করেই সিদ্ধান্ত নেবেন৷ পরবর্তি পদক্ষেপ টেলিকম নিয়ামক সংস্থা নতুন নির্দেশিকা বানাবে সেই অনুসারে স্পেকট্রাম নিলাম করা হবে৷

বিজেপি নেতা অরুণ জেটলির অভিযোগ, টু-জি স্পেকট্রাম বণ্টনের পুরো ব্যাপারটাই জোচ্চুরি৷ আর এর প্রভাব পড়বে দেশের বিনিয়োগ বাজার৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য