ভারতে ছাত্রীদের নগ্ন করার প্রতিবাদ
১৬ ফেব্রুয়ারি ২০২০বিক্ষোভে অংশ নেয়া শাহজানন্দ গার্লস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, কলেজ কর্তৃপক্ষ বাথরুমে নিয়ে গিয়ে একে একে ৬৮ জন শিক্ষার্থীকে নগ্ন হতে বলেন৷ ‘‘আমাদের যে অবমাননা সহ্য করতে হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না,'' বলেন এক ছাত্রী৷
‘স্বামীনারায়ণ' নামে একটি রক্ষণশীল হিন্দু ধর্মীয় গোষ্ঠী ঐ কলেজ পরিচালনা করে৷ লন্ডনসহ বিশ্বের বিভিন্ন শহরে তাদের অভিজাত মন্দির রয়েছে৷
কলেজের নিয়ম অনুযায়ী, মাসিক হলে মেয়েরা হোস্টেলে থাকতে পারেন না৷ সেই সময় তাদের বেসমেন্টে থাকতে হয়৷ রান্নাঘর ও প্রার্থনার জায়গায় যাওয়ারও অনুমতি নেই তাদের৷
এছাড়া ক্লাসের সময় একেবারে পেছনে বসতে হয়৷
কলেজ কর্তৃপক্ষ বলছে, ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে৷ দোষীদের শাস্তি দেয়া হতে পারে বলেও আভাস দেয়া হয়েছে৷
কলেজের ট্রাস্টি পারভিন পিন্ডোরিয়া বলেছেন, ‘‘ভর্তির সময় ছাত্রীদের কলেজের নিয়মকানুন জানানো হয়েছিল৷'' তিনি প্রশাসনিক কমিটির মিটিং ডেকেছেন বলেও জানিয়েছেন৷ ‘‘দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে,'' বলে জানান তিনি৷
জেডএইচ/এসিবি (এএফপি)