1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারতে একদিনের ক্রিকেটে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান শুভমনের

১৯ জানুয়ারি ২০২৩

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের আন্তর্জাতিকে একাধিক রেকর্ড গড়লেন শুভমন গিল। করলেন দ্বিশতরান।

https://p.dw.com/p/4MP4f
ছবি: Noah Seelam/AFP

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শুভমনই একদিনের আন্তর্জাতিকে সবচেয়ে কম বয়সে দ্বিশতরান করলেন। গত ১০ ডিসেম্বর বাংলাদেশে ইশান কিশন দ্বিশতরান করেছিলেন। তিনি তখন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন। রোহিত শর্মা দ্বিশতরান করেন ২৬ বছর ১৮৬ দিনে। ইশান করেন ২৪ বছর ১৪৫ দিনে। কিন্তু তার রেকর্ড দীর্ঘস্থায়ী হলো না। ২৩ বছর ১৩২ দিনে দ্বিশতরান করে এখন শুভমন গিল এই রেকর্ড করে ফেললেন।

পরপর তিনটি ছয় মেরে দুইশ রান করেন শুভমন। শেষপর্যন্ত ১৪৯ বলে ২০৮ রান করে তিনি আউট হন। এতদিন পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান ছিল শচিন টেন্ডুলকরের। তিনি করেছিলেন ১৮৬ রান। সেই রেকর্ড ভেঙে দিলেন শুভমন।

ছয় মারছেন শুভমন গিল।
ছয় মারছেন শুভমন গিল। ছবি: Noah Seelam/AFP

একদিনের আন্তর্জাতিকে ভারতীয় ব্যাটারদের মধ্যে এক বছরে সবচেয়ে দ্রুত এক হাজার রান করার কৃতিত্ব এতদিন ছিল বিরাট কোহলির। সেই রেকর্ডও শুভমন ভেঙে দিয়েছেন। তিনি ১৯টি ইনিংস খেলেই একহাজার রান করে ফেললেন। বিরাট করেছিলেন ২৪টি ইনিংস খেলে। এক্ষেত্রে বিশ্বরেকর্ড অবশ্য ইনজামাম উল হকের। শুভমন থাকলেন দ্বিতীয় স্থানে।

জিএইচ/এসজি (স্টার স্পোর্টস)