আইপিএলে নেই সাকিব, সবচেয়ে দামি ইশান কিশন
১৪ ফেব্রুয়ারি ২০২২আইপিএলের নিলামে পরপর দুই দিন উঠল সাকিব আল হাসানের নাম। কিন্তু কোনো দলই তাকে নিতে আগ্রহ দেখায়নি। আইপিএলে এবার দলের সংখ্যা আট থেকে বেড়ে দশ হয়েছে। তা সত্ত্বেও সাকিব কোনো দল পেলেন না। সাকিবের বেস প্রাইস ছিল দুই কোটি টাকা। ২০১০ সালের পর এই প্রথম সাকিব বিক্রি হলেন না।
আইপিএলে এবার বাংলাদেশ থেকে একমাত্র মুস্তাফিজুর রহমান খেলবেন। তাকে দিল্লি ক্যাপিটালস প্রথম দিনেই দুই কোটি টাকা দিয়ে তুলে নিয়েছে।
ডিডাব্লিউর কনটেন্ট পার্টনার বিডিনিউজ২৪ডটকম জানাচ্ছে, সাকিব এখন বিপিএল নিয়ে ব্যস্ত। সোমবার তিনি ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন। এই ম্যাচের আগে টানা পাঁচটি ম্যাচে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, বিশ্বরেকর্ড গড়েছেন। কিন্তু এই পারফরম্যান্সের প্রভাব আইপিএলের নিলামে পড়েনি। গতবছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে আটটি ম্যাচ খেলে মোট ৪৭ রান করেছিলেন এবং চারটি উইকেট নিয়েছিলেন সাকিব। এই পারফরম্যান্সই তার কাল হলো বলে বিডিনিউজ২৪ডটকম জানাচ্ছে।
প্রথমবার অবিক্রিত থাকার পরে
সাকিব ছাড়া প্রথমবারের নিলামে বিক্রি হননি ডেভিড মিলার, ঋদ্ধিমান সাহা, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ক্রিস জর্ডন। তবে দ্বিতীয়বারের নিলামে তারা দল পেয়েছেন। ঋদ্ধিমানকে নিয়েছে গুজরাট টাইটান্স। এক কোটি ৯০ লাখ টাকা দিয়ে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে লড়াই করে তাকে তুলে নেয় গুজরাট। ম্যাথু ওয়েডকেও নিয়েছে গুজরাট।
পশ্চিমবঙ্গের আরেক ক্রিকেটার ঋত্বিক চট্টোপাধ্যায়কে নিয়েছে পাঞ্জাব কিংস। তাকে বেসপ্রাইস ২০ লাখ টাকা দিয়ে তুলে নেয় পাঞ্জাব।
নাইট রাইডার্সের টিম
প্রথম দিন অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ার ও নীতীশ রানাকে তুলে নেয় কলকাতা নাইট রাইডার্স। রোববার তারা বেশ কয়েজন ক্রিকেটাকরকে তোলে। তারপর কলকাতার টিম দাঁড়িয়েছে এইরকম--অজিঙ্ক রাহানে, বেঙ্কটেশ আইয়ার, নীতীশ রানা, শ্রেয়স আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শেল্ডন জ্যাকসন, প্যাট কামিন্স, শিভম মাভি, মহম্মদ নবি, অ্যালেক্স হেলস, টিম সাউদি, স্যাম বিলিংস, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, অনুকূল রায়, রাখিস সালাম, বাবা ইন্দ্রজিৎ, চামিকা করুণারত্ন, অভিজিৎ তোমর, প্রথম সিং, অশোক শর্মা, রমেশ কুমার, উমেশ যাদব এবং আমন খান।
কে কোন দলে?
প্রথম দিনের নিলামে দশ কোটি বা তার বেশি টাকা পেয়েছেন ১০ জন ক্রিকেটার। সবচেয়ে বেশি পেয়েছেন ইশান কিশন। তাকে ১৫ কোটি ২৫ লাখে তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স। ১৪ কোটি টাকা দিয়ে দীপক চারাহকে কিনেছে চেন্নাই। ধোনির থেকেও দুই কোটি বেশি দিয়ে। শ্রেয়স আইয়ারকে ১২ কোটি ২৫ লাখ দিয়ে কিনেছে কলকাতা। ১০ কোটি ৭৫ লাখ পেয়েছেন চারজন ক্রিকেটার--হর্শল প্যাটেল, বেঙ্গালুরু। নিকোলাস পুরান, হায়দরাবাদ। হাসরঙ্গ, বেঙ্গালুরু। শার্দুল ঠাকুর, দিল্লি। আর ১০ কোটিতে বিক্রি হয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ, রাজস্থান। লাকি ফার্গুসন, গুজরাট। এবং আবেশ খান, লখনউ।
লিয়াম লিভিংস্টোনকে ১১ কোটি ৫০ লাখে নিয়েছে পাঞ্জাব। তারাই ওডিয়ান স্মিথকে ছয় কোটি টাকা দিয়ে নিয়েছে। মার্কো জানসেনকে হায়দরাবাদ নিয়েছে চার কোটি ২০ লাখে। দিল্লি খলিল আহমেদকে নিয়েছে পাঁচ কোটি ২৫ লাখে। জোফ্রা আর্চারকে মুম্বই নিয়েছে আট কোটি টাকা দিয়ে। রোমারিও শেফার্ডকে হায়দরাবাদ নিয়েছে সাত কোটি ৭৫ লাখ টাকা দিয়ে। টিম ডেভিডকে মুম্বই তুলে নিয়েছে আট কোটি ২৫ লাখ টাকা দিয়ে।
ডেভিড মিলারকে তিন কোটি দিয়ে গুজরাট কিনেছে। শচিন তেন্ডুলকরের ছেলে অর্জুনকে ৩০ লাখ টাকা দিয়ে কিনেছে মুম্বই।
জিএইচ/এসজি (পিটিআই, স্টারস্পোর্টস)