1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভারত, অ্যামেরিকা, সৌদির রেল-বন্দর সমঝোতা-চুক্তি

৯ সেপ্টেম্বর ২০২৩

ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেল ও বন্দর প্রকল্প গড়ে তোলার বিষয়টি নিয়ে সমঝোতাপত্রে সই হতে চলেছে।

https://p.dw.com/p/4W8aA
জি২০ বৈঠকে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে রেল ও বন্দর নিয়ে সমঝোতা-চুক্তি হতে পারে।
জি২০ বৈঠকে ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে রেল ও বন্দর নিয়ে সমঝোতা-চুক্তি হতে পারে। ছবি: Hindustan Times/IMAGO

অ্যামেরিকার ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইসার জন ফাইনার জানিয়েছেন, ''ভারত থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ পর্যন্ত বাণিজ্যসামগ্রী ও অশোধিত তেল  যাবে। ভারত ও সৌদি আরব ছাড়াও আমিরাত এবং ইউরোপীয় ইউনিয়ন এই প্রকল্পে সামিল হবে।''

ফাইনার বলেছেন, ''বিষয়টি নিয়ে অনেকদিন ধরে দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক কূটনৈতিক আলোচনা হয়েছে।  এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে তা শেষ হতে কতদিন লাগবে, তা আমি জানি না।''

জি২০-তে এই প্রকল্পের বিষয়ে একমত হওয়াটা খুবই বড় বিষয় বলে মনে করা হচ্ছে।

ফাইনার বলেছেন, ''জি২০তে কে আসছেন, কে আসছেন না, তা নিয়ে আপনারা অনেককিছু লিখে ফেলেছেন। অ্যামেরিকার ফোকাস কোনদিকে সেটা নিয়েও প্রচুর কথা বলা হয়েছে। কিন্তু ঘটনা হলো, প্রেসিডেন্ট বাইডেন এখানে বাকি বিশ্বনেতাদের সঙ্গে বসে ফলপ্রসূ আলোচনা করতে চান।''

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই, এনডিটিভি)