1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ভাইরাল ভিডিও দেখে নারীকে উদ্ধার

৫ জুলাই ২০১৮

শুক্রবার যুক্তরাষ্ট্রের বস্টনের এক মেট্রো স্টেশনে বিপদে পড়েছিলেন এক নারী৷ মেট্রো থেকে নামার সময় ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝের ফাঁকা জায়গায় পা আটকে যায় তাঁর৷

https://p.dw.com/p/30rEG
Bildergalerie Hochgeschwindigkeitszüge USA Acela Express
ছবি: AFP/Getty Images

পরে তাঁকে উদ্ধার করেন একদল সহযাত্রী৷ তাঁরা ট্রেনের বগিকে পেছন দিকে ঠেলার চেষ্টা করেন৷ এই ফাঁকে ঐ নারী তাঁর পা বের করে আনতে সমর্থ হন৷ 

‘ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি’ সোমবার এই ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে৷ বস্টনের ম্যাসাচুসেটস অ্যাভিনিউ স্টেশনে এই ঘটনাটি ঘটে৷

পুলিশ বলছে, ঘটনার পর ঐ নারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তাঁর উরু কেটে গিয়ে হাড় দেখা গেছে বলে পুলিশ জানিয়েছে৷

ট্রেনটিকে ঠেলা দেয়ার পরিকল্পনা ছিল পেট শ্যামনের৷ ২০১৪ সালের এক ভাইরাল ভিডিও দেখে তিনি এই পরিকল্পনা পান৷

অস্ট্রেলিয়ার পার্থের এক স্টেশনে একইরকম সমস্যায় পড়েছিলেন এক যাত্রী৷ পরে তাঁকে একই উপায়ে উদ্ধার করা হয়েছিল৷ অস্ট্রেলিয়ার এবিসি নিউজ ঐ ভিডিওটি ২০১৪ সালে ইউটিউবে প্রকাশ করেছিল৷ এখন পর্যন্ত সেটি এক কোটি ৬২ লাখের বেশিবার দেখা হয়েছে৷

এদিকে, ফোর্বস জানিয়েছে, বস্টনে উদ্ধার পাওয়া নারীটি কাউকে অ্যাম্বুলেন্স না ডাকার আহ্বান জানিয়েছিলেন৷ কারণ তিনি মনে করেছিলেন, এতে হয়ত তিন হাজার ডলার খরচ হতে পারে৷ এক জরিপের উল্লেখ করে ফোর্বস বলছে, যুক্তরাষ্ট্রের পঞ্চম সবচেয়ে বেশি ধনি রাজ্য হচ্ছে বস্টন৷ অথচ সেখানকার এক নারীকে চিকিৎসা নেয়ার আগে অ্যাম্বুলেন্সের খরচের কথা চিন্তা করতে হচ্ছে৷ ঘটনাটি যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমান বাস্তবতা বলে মনে করছে ফোর্বস৷

জেডএইচ/ডিজি (ফোর্বস)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান