1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ধাক্কায় মুখ থুবড়ে পড়লেন রেললাইনে

২৪ নভেম্বর ২০১৭

ধরুন আপনি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে৷ একজন হাঁটতে হাঁটতে আপনার পেছন দিয়ে যাওয়ার সময় হঠাৎ এক ধাক্কা দিয়ে আপনাকে ফেলে দিলো রেললাইনের উপর৷ কেমন লাগবে আপনার?

https://p.dw.com/p/2oAgO
Deutschland Junger Migrant in der S-Bahn in Berlin
ছবি: picture alliance/dpa/W. Steinberg

সিসি ক্যামেরায় এমনই এক ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে হংকংয়ের একটি ট্রেন স্টেশনে৷ লাইনের অপর প্রান্তে থাকা এক বন্ধুর দিকে হাত নাড়ছিলেন ভুক্তভোগী ঐ নারী৷ কিছু বুঝে ওঠার আগেই পাশ দিয়ে হেঁটে যাওয়া একজন লোক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় রেললাইনে৷

সৌভাগ্যক্রমে সেসময় কোনো ট্রেন না আসাতে প্রাণে বেঁচে যান তিনি৷ পরবর্তীতে পুলিশ ওই ব্যক্তিকে আটক করলেও এমন কাজ সে কেন করলো, তা এখনো জানা যায়নি৷ চ্যানেল নিউজ এশিয়ার ফেসবুক পেজে ভিডিওটি দেখা হয়েছে দুই লক্ষেরও বেশিবার৷ যে কোনো জায়গায় যাতায়াতের সময় আশেপাশে কী ঘটছে, তা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেক মন্তব্যকারী

আরএন/ডিজি