ব্লেক নেই, গে নেই
১০ আগস্ট ২০১৩১০০ আর ২০০ মিটারে বোল্ট-এর দু'টো রেকর্ডই ২০০৯ সালে করা, বার্লিনে৷ ২০১১ সালে ফল্স স্টার্টের পর বোল্ট'এর ডিস্কোয়ালিফায়েড হওয়ার সে দৃশ্যও ভোলার নয়: সেবার জেতেন বোল্ট-এরই স্বদেশবাসী এবং ট্রেনিং সহযোগী ইওহান ব্লেক৷ সে তুলনায় এবার মস্কোয় বোল্ট'এর মার্কিন প্রতিদ্বন্দ্বী টাইসন গে-ও থাকবেন না, কেননা গে একটি ডোপিং টেস্টে ফেল করেছেন৷
অলিম্পিকে বোল্ট গতবছরই লন্ডনে তাঁর দাপট পুনঃপ্রতিষ্ঠা করেছেন৷ কিন্তু বিশ্ব অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপসে আসার আগে তাঁকে বিশেষ চমকে ওঠার মতো কোনো ফলাফল করতে দেখা যায়নি৷ অবশ্য বোল্ট-কে যাঁরা চেনেন, তারা জানেন: বোল্ট ছোট মাঠে গোল করেন না৷ বড় মাঠে, অর্থাৎ মস্কোয় এবার তাঁকে গোল করা থেকে আটকাতে পারেন একমাত্র জাস্টিন গ্যাটলিন৷
গ্যাটলিন-ও মার্কিনি, বয়স বোল্ট-এর চেয়ে কিছুটা বেশি, বোল্ট'এর ২৬-এর তুলনায় গ্যাটলিনের ৩১৷ এছাড়া গ্যাটলিন গোটা দুয়েক ড্রাগ টেস্টে পজিটিভ প্রমাণিত হওয়ার পর প্রায় সারা জীবনের নিষেধাজ্ঞা পেতে চলেছিলেন৷ কাজেই মস্কোয় বোল্ট দৌড়বেন নিজের বিরুদ্ধে, ইতিহাসের জন্য – বলা চলতে পারে৷
গ্যাটলিন-কে যদি বোল্ট'এর বৈরী ভাবা চলে, তাহলে আসাফা পাওয়েল নিশ্চয় বোল্ট-এর মিত্র, এমনকি বন্ধু৷ সেই আসাফা-ও এবার একটি ড্রাগ টেস্টে ফেল করে অনুপস্থিত থাকবেন৷ জানি, আমার-আপনার মতো সাধারণ মানুষেরা ভাববেন, অ্যাথলেটিক্সের মধ্যে তো দেখছি ডোপিং-এর ভূত ভালোমতোই ঢুকে আছে? কিন্তু সেটা নিয়ে আমার-আপনার মাথা ঘামানোর দরকার নেই৷
মোট কথা, বোল্ট এবার মস্কো থেকে অন্তত তিনটি স্বর্ণপদক – ১০০ মিটার, ২০০ মিটার ও ৪ বার ১০০ মিটার রিলে – নিয়ে ফিরবেন বলে ধরে নেওয়া যেতে পারে৷ গ্যাটলিনের অন্যান্য সুবিধা-অসুবিধার মধ্যে আবার ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসর্ডার' বা মনঃসংযোগের অভাবও আছে৷ অথচ এই গ্যাটলিনই মস্কোয় বোল্ট-এর মুখ্য প্রতিদ্বন্দ্বী৷ তাম্র যেতে পারে এক উঠতি অ্যাথলিটের কাছে: ব্রিটেনের জেমস দাসাওলু৷ দাসাওলু-র বয়স ২৫; গত জুলাই মাসে ব্রিটেনের জাতীয় চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়েছেন ৯ দশমিক ৯১ সেকেন্ডে, অর্থাৎ আর একটু হলেই লিনফোর্ড ক্রিস্টির রেকর্ড ধরে ফেলতেন৷
শেষমেষ চুটকি হিসেবে বলা চলে: বোল্ট গ্যাটলিনের ওপর সত্যিই ক্ষ্যাপা বলে অনেকের ধারণা৷ যেমন বোল্ট মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি দৌড়বীর কার্ল লিউয়িস-এর উপরেও চটা, কেননা লিউয়িস জামাইকা'র কড়া ড্রাগ টেস্টিং নীতির সমালোচনা করেছেন৷
এসি / এসবি (এএফপি)