চলতি মৌসুমে আর মাঠে থাকছেন না বোল্ট
১১ আগস্ট ২০১০২০০৮ সালে অনুষ্ঠিত বেইজিং অলিম্পিকে বোল্ট ১০০ ও ২০০ মিটারে সোনা জয় করেন৷ এরপর ২০০৯ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ওই দুই ইভেন্টেই বিশ্বরেকর্ডসহ সোনা জয় করেন বোল্ট৷ কিন্তু শুক্রবার স্টকহোম ডায়মন্ড লিগে ১০০ মিটার ইভেন্টে তিনি আমেরিকান স্প্রিন্টার টাইসন গের কাছে হেরে যান৷ এতে গে নিয়েছিলেন ৯.৮৪ সেকেন্ড, কিন্তু বোল্ট নেন ৯.৯৭৷ গত দুই বছরে ইউসেন বোল্টের এটিই প্রথম পরাজয়৷
অবশ্য টাইসন গে'র কাছে হেরে যাওয়ার পরেই ডাক্তারি পরীক্ষায় ধরা পড়েছে তাঁর ইনজুরি৷ মিউনিখের চিকিৎসক হান্স-ম্যুলার ভোল্ফহার্ট বলেছেন, ‘‘বোল্ট যদি রেস চালিয়ে যান তাহলে এ ইনজুরিটা পিঠের নিচের দিকে নেমে আসতে পারে৷'' এরপরই বোল্ট জুরিখ এবং ব্রাসেলসের আইএএএফ ডায়মন্ড লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন৷
বোল্টের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান পেস স্পোর্টস ম্যানেজমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, ‘‘তাঁর ভবিষ্যৎ ক্যারিয়ারের দিকে তাকানোর জন্য পিঠের ইনজুরি থেকে সেরে উঠতে কিছুদিন বিশ্রাম নেওয়াটা তাঁর জন্য সবচেয়ে ভালো হবে৷'' তবে জুরিখ এবং ব্রাসেলস লিগে না নামতে পারায় খুব হতাশ ২৩ বছর বয়সি বোল্ট ৷
তিনি তাঁর ওয়েবসাইটে লিখেছেন, ‘‘জুরিখ এবং ব্রাসেলসের দু'টি শীর্ষ আসরে থাকতে পারবো না বলে আমি খুব হতাশ৷ তবে এই বছর কোন ঝুঁকি না নেওয়ায় ভালো বলে আমি মনে করি৷ কারণ ২০১১ এবং ২০১২ চ্যাম্পিয়নশিপের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর৷ তাই তখন আমি সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারবো বলে আশা করি৷''
প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন