ব্লগারদের মুক্তির দাবিতে বন্ধ ‘আমারব্লগ’
২ এপ্রিল ২০১৩আমারব্লগ কর্তৃপক্ষ তাদের হোমপেজ পুরোটাই কালো করে দিয়েছে৷ সেখানে লেখা, ‘‘ব্লগারদের নিয়ে নোংরা রাজনৈতিক খেলা শুরু হয়েছে৷ অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে৷ বাংলাদেশে কোন কারণ উল্লেখ না করে বন্ধ করে দেয়া হয়েছে ‘আমারব্লগ ডট কম'৷ সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা মৌলবাদী জঙ্গিদের এই হীন তৎপরতায় আমরা বাকরুদ্ধ! নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই৷ ব্লগারদের নিঃশর্ত মুক্তি না দেয়া পর্যন্ত আমারব্লগ বন্ধ থাকবে৷ দরকার নাই ব্লগিংয়ের আর, দরকার নাই আমারব্লগ এর...বিদায়৷''
সামহয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ তাদের নোটিসবোর্ডে ব্লগার আটকের ঘটনা উল্লেখ করে লিখেছে ‘‘...এই আটক বিষয়ক কোন আইনগত চিঠিপত্রও পাননি ব্লগার কিংবা ব্লগ প্ল্যাটফর্ম৷ আমরা অবিলম্বে তিনজন ব্লগারের নিঃশর্ত মুক্তি দাবি করছি৷ এই মুহূর্তে বাকস্বাধীনতায় বাংলা ব্লগারদের অবস্থান/নিরাপত্তা নিয়ে আমরা এবং পুরো বাংলা ব্লগোস্ফিয়ার উদ্বিগ্ন ও উৎকণ্ঠিত৷''
সচলায়তন ব্লগে ‘হিমু' লিখেছেন, গত কয়েকমাস ধরে ফেসবুকের যেসব পেজের মাধ্যমে জামাত-শিবির নাশকতার পরিকল্পনা প্রকাশ করে আসছে তাদের কিছুই করতে পারেনি গোয়েন্দা পুলিশ আর টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন৷ অথচ তিনজন ব্লগারকে ধরা হয়েছে যারা নাশকতার কোনো ডাকও দেননি৷
তিনি গ্রেপ্তারকৃতদের মুক্তি না দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন৷ কারণ, ‘‘...তাদের আপনারা আটকে রাখুন৷ কারণ আপনারা তাদের নাম-ধাম-ছবি সব প্রকাশ করে দিয়েছেন৷ মুক্ত বাংলাদেশে এখন তাদের পিছু নেবে আততায়ীরা, যারা আপনাদের কল্যাণেই এদের চিনে নিয়েছে এবং যাদের দমন করার ব্যাপারে আপনাদের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না৷''
ফেসবুকে ইরেশ যাকের লিখেছেন, ‘‘কি লিখলে নাস্তিক আর কি লিখলে আস্তিক সেটাই বুঝতে পারছি না৷ কষ্ট করে নিজে কিছু না লিখে কয়েকজন শিবিরকে গিয়ে বলি ‘ভাই নাস্তিক ব্লগতো ভাল তৈরি করতে পারেন, আমারটা একটু করে দেন না'৷ তারপর ডিবি ভাইদের বলি ‘বস ধরে নিয়ে যান! আমি নাস্তিক!' পুরা জিনিসটাই ‘আউটসোর্সিং' করি৷ নতুন বিশ্বে তো এটাই নিয়ম!''