1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রাসেলসে ব্রেক্সিট নিয়ে আলোচনা

১৯ ফেব্রুয়ারি ২০১৬

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের দু'দিনব্যাপী শীর্ষবৈঠকে বৃহস্পতিবার রাত্রে সারারাত ধরে আলোচনা চলেছে ব্রিটেনের দাবিদাওয়া নিয়ে৷ ওদিকে উদ্বাস্তু সংকট নিয়ে তুরস্কের সাথে শীর্ষবৈঠক হবে মার্চ মাসে৷

https://p.dw.com/p/1HyTU
Brüssel EU Gipfel - Tusk & Juncker
ছবি: Getty Images/AFP/J. Thys

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইইউ প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক ও অপরাপর ইইউ নেতৃবর্গের সঙ্গে আলোচনা সমাপ্ত করেন ভোর সাড়ে পাঁচটায়৷ পরে টুস্ক মন্তব্য করেন যে, এখনও ‘‘অনেক কাজ করা বাকি''৷ ব্রিটিশ মিডিয়ার একাংশ কিন্তু ইতিমধ্যেই গতরাতের আলাপ-আলোচনাকে ক্যামেরনের পক্ষে অপমানজনক বলে ঘোষণা করেছে৷ ডেইলি এক্সপ্রেস পত্রিকার টুইট বলছে, ‘‘ইইউ সমঝোতার জন্য ব্রিটেনের প্রচেষ্টাকে অবজ্ঞা করে ‘ফ্যাট ক্যাটস' (অর্থাৎ ব্রাসেলসের আমলারা, তাদের চোখে) আরো বেশি গুরুত্বপূর্ণ অভিবাসী সংকটের দিকে নজর দিয়েছেন''৷

শুক্রবার সকালে একটি ইংলিশ ব্রেকফাস্টে ‘ডিল', অর্থাৎ আপোশের কথা ঘোষিত হবার কথা ছিল৷ পরে তা পিছিয়ে ব্রাঞ্চ এবং শেষমেষ ইংলিশ লাঞ্চ করা হয়৷ মোট কথা, ইইউ নেতৃবর্গের একাংশ ব্রিটেন তথা ক্যামেরনের প্রতি সহানুভূতিশীল হলেও, অন্যেরা বেঁকে বসেছেন অথবা বসতে পারেন৷ যেমন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল গোড়া থেকেই বলে আসছেন – এবং এখনও বলছেন যে, ‘‘আমরা আপোশ করতে প্রস্তুত, কেননা ব্রেক্সিট না হলে, তার সুবিধাগুলো অসুবিধার চেয়ে বেশি৷''

ফরাসি প্রেসিডেন্ট ফ্রঁসোয়া ওলঁদ কিন্তু ইউরোজোন-এর ব্যাপার-স্যাপারে ব্রিটেনকে ভেটোর অধিকার দিতে রাজি নন৷ বেলজিয়াম চায় ইইউ-এর ক্রমবর্ধমান রাজনৈতিক ঐক্য৷ চেক প্রজাতন্ত্র সহ পূর্ব ইউরোপের চারটি ইইউ দেশের ব্রিটেনে বসবাসকারী বা কর্মরত ইইউ অধিবাসীদের সামাজিক ভাতা কমাতে দিতে গভীর আপত্তি৷ কিন্তু ব্রেক্সিট বা গণভোটের ভীতি পুরোপুরি অমূলক নয় এবং ‘ইন' বা ‘আউট' নিয়ে বিতর্ক ও প্রচার অভিযান আরো বেশি গরম হয়ে উঠেছে৷ বাজারে এখন কন্ডোম কিনতে পাওয়া যাচ্ছে, যা এই প্রচারণায় শামিল৷

অপরদিকে ব্যাপারটাকে স্রেফ অর্থনৈতিক সুবিধা-অসুবিধার দিক থেকে দেখার ও দেখানোর চেষ্টা করছে ডাভোসের বিশ্ব অর্থনৈতিক ফোরাম৷ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক পণ্য ও পরিষেবার আমদানি ও রপ্তানি পরিসংখ্যানেও প্রতিফলিত হয়৷

মূল সমস্যাটা দৃশ্যত ইইউ অভিবাসীদের প্রতি ওয়েলফেয়ার বেনেফিটস নিয়ে৷ ক্যামেরন নাকি প্রস্তাব দিয়েছেন, চাইল্ড বেনেফিট অন্তত দশ বছরের জন্য সীমিত রাখার৷ অপরদিকে পূর্ব ইউরোপের দেশগুলি এই শিশু ভাতা তিন-চার বছরের বেশি সীমিত রাখতে দিতে চায় না৷ সব মিলিয়ে ব্রিটেন ও সেই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের কাঠামোগত সংস্কারের প্রশ্নটা এতো বড় হয়ে দাঁড়িয়েছে যে, শীর্ষ বৈঠকের অপর আলোচ্য বিষয় উদ্বাস্তু সংকট প্রায় নগণ্য হয়ে পড়েছে৷ বিশেষ করে যখন তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু আংকারায় বোমা সন্ত্রাসের কারণে ব্রাসেলসে অনুপস্থিত৷ কাজেই ‘‘ইইউ ও তুরস্ক একটি অভিবাসী শীর্ষবৈঠক করবে'', এই শুকনো খবর দিয়েই দায় সারা হয়েছে৷

এসি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য