1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্রেক্সিট চুক্তি ‘মৃত'

১৩ মার্চ ২০১৯

ব্রিটিশ সংসদ আবার ব্রেক্সিট চুক্তির বিরোধিতা করলো৷ এবার চুক্তিহীন ব্রেক্সিট ও ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবার পালা৷ কিন্তু কোনো বিকল্পের প্রশ্নে ব্রিটেনে ঐকমত্য দেখা যাচ্ছে না৷

https://p.dw.com/p/3EufU
Großbritanien | Theresa May spricht im Unterhaus | Brexit | London
ছবি: Reuters/UK Parliament/J. Taylor

ব্রিটেনের সংসদে এই নিয়ে দ্বিতীয়বারের মতো ব্রেক্সিট চুক্তির পরাজয় ঘটলো৷ মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী টেরেসা মে ‘পরিবর্তিত' চুক্তি পেশ করেও শেষরক্ষা করতে পারলেন না৷ এবার প্রতিশ্রুতিমতো তিনি বুধবার চুক্তিহীন ব্রেক্সিট সম্পর্কে সংসদের রায় নেবেন৷ তারপর বৃহস্পতিবার ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর প্রশ্নে সংসদে আবার ভোটাভুটি হওয়ার কথা৷

সোমবার রাতে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জঁ ক্লোদ ইয়ুংকার আইরিশ সীমান্তে বিতর্কিত ব্যাকস্টপ ব্যবস্থা সম্পর্কে নতুন বোঝাপড়ার ঘোষণা করেছিলেন৷ মূল চুক্তির পাশাপাশি বাড়তি এক নথিতে ইইউ আইনি আশ্বাস দিয়ে ইচ্ছাকৃতভাবে ব্রিটেনকে অনির্দিষ্টকালের জন্য শুল্ক জোটে না রাখার অঙ্গীকার করেছিল৷ মঙ্গলবার দুপুরে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেল জেফ্রি কক্স সেই নথির মূল্যায়ন করে বলেন, বাস্তবে ঝুঁকি থেকেই যাচ্ছে৷ অর্থাৎ ব্রিটেন ইইউ শুল্ক ব্যবস্থার কাঠামোয় আটকা পড়তে পারে৷ এমন ব্যাখ্যার পর সংসদে ভোটাভুটির ফল সম্পর্কে আগাম পূর্বাভাষ পাওয়া গিয়েছিল৷

এমন প্রেক্ষাপটে ব্রেক্সিটের নির্ধারিত সময়সীমার মাত্র দু'সপ্তাহ আগে ব্রিটেন আরও অনিশ্চয়তার মুখে পড়লো৷ প্রধানমন্ত্রী সংসদ সদস্যদের সতর্ক করে দিয়ে বলেন, ইইউ নেতাদের সঙ্গে ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর আলোচনা মোটেই সহজ হবে না৷ কারণ ইইউ এমন আবেদনের কারণ জানতে চাইবে৷ মে প্রশ্ন তোলেন, সংসদ কি ব্রেক্সিট সম্পূর্ণ বাতিল করতে চায়? অথবা দ্বিতীয় গণভোটের আয়োজন করতে চায়? নাকি অন্য কোনো চুক্তির ভিত্তিতে ইইউ ত্যাগ করতে চায়? উল্লেখ্য, ব্রিটিশ এমপি-রা এতকাল ব্রেক্সিট প্রক্রিয়ায় শুধু বিরোধিতার প্রশ্নে ঐক্য দেখিয়ে এসেছেন, কোনো একটি বিকল্পের প্রতি সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন নেই৷

ব্রাসেলসে ইইউ পরিষদের প্রেসিডেন্ট ডোনাল্ড টুস্ক-এর এক মুখপাত্র বলেন, ব্রেক্সিটের মেয়াদ বাড়াতে ব্রিটেন যদি সুনির্দিষ্ট কারণ দেখিয়ে আবেদন করে, সে ক্ষেত্রে ২৭টি ইইউ সদস্য দেশ একযোগে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে৷ ইইউ-র প্রধান মধ্যস্থতাকারী মিশেল বার্নিয়ে বলেন, ব্রিটেনে বিচ্ছেদ চুক্তির অনুমোদনের জন্য ইইউ যা সম্ভব সে সব করেছে৷ কিন্তু এই অচলাবস্থা একমাত্র ব্রিটেনেই দূর করা সম্ভব বলে তিনি মনে করেন৷ তাঁর মতে, মঙ্গলবারের পর চুক্তিহীন ব্রেক্সিটের আশঙ্কা আরও বেড়ে গেল৷

জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস মনে করেন, ব্রিটেন চুক্তিহীন ব্রেক্সিটের পথেই এগোচ্ছে৷ তাঁর মতে, এবার দুই পক্ষকে ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে ভাবনাচিন্তা করতে হবে৷ আগামী ১৭ দিনে অনিয়ন্ত্রিত ব্রেক্সিট এড়ানোর যাবতীয় প্রচেষ্টা চালানো হবে বটে, কিন্তু ব্রিটেনের রাজনৈতিক পরিস্থিতির উপর তা নির্ভর করবে৷ এমন পরিস্থিতিতে জল্পনাকল্পনা করা উচিত নয়, বলেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী৷

এই অবস্থায় ইইউ ব্রিটিশ সংসদে বুধ ও বৃহস্পতিবারের ভোটাভুটির দিকে নজর রাখবে৷ তবে নতুন করে বিচ্ছেদ চুক্তি নিয়ে কোনো আলোচনার পথে যেতে প্রস্তুত নয় ব্রাসেলস৷ সোমবারই জঁ ক্লোদ ইয়ুংকার সতর্ক করে দিয়ে বলেছিলেন, যে ব্রিটেন কোনো তৃতীয় সুযোগ পাবে না৷ আগামী ২১ ও ২২শে মার্চ ব্রাসেলসে ইইউ শীর্ষ বৈঠকে ব্রেক্সিট নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে পারে৷ ব্রিটেন ব্রেক্সিটের মেয়াদ বাড়ানোর আবেদন করলে ইইউ সদস্যদের সর্বসম্মতিক্রমে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে৷ একটি দেশও বিরোধিতা করলে ব্রিটেন ২৯শে মার্চ চুক্তি ছাড়াই ইইউ ত্যাগ করতে বাধ্য হবে৷

এসবি/ডিজি (ডিপিএ, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য