ব্রিটিশরা রাজা হিসেবে দেখতে চান প্রিন্স উইলিয়ামকে
২২ নভেম্বর ২০১০চার্লস এবং এবং তাঁর সাবেক প্রয়াত স্ত্রী প্রিন্সেস ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম গত সপ্তাহে ঘোষণা করেন, তিনি এবং কেট মিডলটন আগামী বছরে বিয়ে করতে যাচ্ছেন৷ তার পরপরই চালানো হয় জরিপ৷ তাতেই দেখা গেছে, চার্লসের চেয়ে উইলিয়ামের প্রতিই জনসমর্থন অনেক বেশি৷
আইসিএম-এর ঐ জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে, ওয়ার্ল্ড নিউজপেপারে৷ তাতে দেখা গেছে, ২৮ বছর বয়স্ক উইলিয়ামের প্রতি ভোট পড়েছে শতকরা ৫৫ ভাগ৷ দেখা গেছে, রানি দ্বিতীয় এলিজাবেথের পরে ব্রিটিশরা উইলিয়ামের বাবা ৬২ বছর বয়স্ক প্রিন্স চার্লসকে পাশ কাটিয়ে সরাসরি প্রিন্স উইলিয়ামকেই রাজা হিসেবে দেখতে চায়৷ জরিপে অংশ গ্রহণ করেছেন ২০১৫ জন ব্রিটিশ৷ তারা মনে করেন, তরুণ প্রিন্স উইলিয়াম এবং তাঁর হবু স্ত্রীই দীর্ঘমেয়াদি রাজতন্ত্রের জন্য উপযুক্ত হবেন৷ চার্লস এবং ক্যামিলার পক্ষে ভোট পড়েছে মাত্র শতকরা ১৯ ভাগ৷
অন্যদিকে সানডে টাইমসের চালানো দ্বিতীয় জরিপে দেখা গেছে, শতকরা ৪৪ ভাগ মনে করেন, চার্লসের উচিৎ উইলিয়ামকে রাজা হবার জন্যে পথ ছেড়ে দেওয়া৷ তবে শতকরা ৩৭ ভাগ মনে করেন তা উচিৎ নয়৷ ১,৯৬৭ জনের মধ্যে চালানো এই জরিপে শতকরা ৫৬ জন মনে করেন, উইলিয়াম ভালো রাজা হতে পারবেন অন্যদিকে শতকরা ১৫ ভাগ ভোট পড়েছে চার্লসের পক্ষে৷
এছাড়া পিপল নিউজপেপারের জন্যে ওয়ান পোল-এর চালানো, তৃতীয় জরিপটিতে দেখা গেছে, শতকরা ৪৯ ভাগ ব্রিটিশ উইলিয়াম এবং কেটকে রাজসিংহাসনে দেখতে চান৷ আর শতকরা ১৬ ভাগ ভোট পড়েছে চার্লস ও ক্যামিলার পক্ষে৷ এই জরিপটি চালানো হয় ২ হাজার ব্রিটিশের মধ্যে৷
প্রতিবেদন: ফাহমিদা সুলতানা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক