1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রূপকথার বিয়ে’তে ব্রিটেনে আর্থিক লাভের আশা

১৭ নভেম্বর ২০১০

প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার সেই রূপকথার বিয়ের পরে ব্রিটেনে আবারো হতে যাচ্ছে আরেক রূপকথার বিয়ে৷ সেটি চার্লস-ডায়ানার ছেলে প্রিন্স উইলিয়ামের৷ বিয়ে উপলক্ষ্যে ব্রিটিশ অর্থনীতির আয় হতে যাচ্ছে ৬২০ মিলিয়ন পাউন্ড৷

https://p.dw.com/p/QBE3
গোটা দেশ মেতে উঠেছে আনন্দেছবি: picture alliance/empics

খুচরা বিক্রির গবেষণা সংস্থা ভারডিক্ট এই হিসেব দিয়েছে৷ রূপকথার এই বিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছর৷ চার্লস-ডায়ানার বড় ছেলে প্রিন্স উইলিয়াম তাঁর দীর্ঘদিনের বান্ধবী কেট মিডলটনকে বিয়ে করতে যাচ্ছেন৷ এই বিয়ে নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা৷ ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম সুপারমার্কেট চেইন অ্যাসডার পূর্বাভাসে বলা হয়েছে, ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী এবং তাঁর বান্ধবীর বাগদানকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যেই পাঁচ পাউন্ড মূল্যে তাঁদের ছবি বিক্রি শুরু করা হয়েছে৷ রাজপরিবারের পক্ষ থেকে মঙ্গলবার তাঁদের বাগদানের কথা ঘোষণা করা হয়৷

Prinz Charles heiratet Diana
প্রিন্স চার্লস এবং প্রিন্সেস ডায়ানার সেই রূপকথার বিয়ের কথা ভোলা যায়!ছবি: AP

ভারডিক্ট বলছে, বাগদান সম্পর্কিত নানা পণ্য বিক্রি করেই ১২ থেকে ১৮ মিলিয়ন পাউন্ড রোজগার হতে পারে৷ তারা আরো বলছে, বিয়ে সম্পর্কিত পণ্যদ্রব্য বিক্রি করে ২৬ মিলিয়ন পাউন্ডেরও বেশি রোজগার হতে পারে৷ ভারডিক্টের পূর্বাভাস বলছে, খাবার এবং নানা রকমের খুচরা সামগ্রী বিক্রি করে ৩৬০ মিলিয়ন পাউন্ড লাভ হতে পারে৷ কেননা নবদম্পতিকে টোস্ট করতে ক্রেতারা ওয়াইন এবং শ্যাম্পেন কিনবেন৷ এছাড়া এই রাজকীয় বিয়ে উপলক্ষ্যে ভ্রমণ এবং পর্যটন খাত থেকে রাজস্ব আয় হতে পারে ২১৬ মিলিয়ন পাউন্ড৷

প্রতিবেদন:ফাহমিদা সুলতানা
সম্পাদনা:আব্দুল্লাহ আল-ফারূক