1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এক ধাপ এগুলো ইইউ

১৪ ডিসেম্বর ২০১২

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি’কে গোটা ব্লকের ব্যাংকিং শিল্পের তত্ত্বাবধায়ক করার সিদ্ধান্ত নিলেন ইউরোপীয় ইউনিয়নের অর্থমন্ত্রীরা৷ ইউরো এলাকার ঋণ সংকট মোকাবিলায় এটিকে একটি ছোটখাটো জয় হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা৷

https://p.dw.com/p/171x4
Beratungen der Finanzminister der Euro-Gruppe mit den Spitzen von Internationalem Währungsfonds (IWF) und Europäischer Zentralbank (EZB), ... Rheinland-Pfalz/ ARCHIV: Eine Ein-Euro-Muenze steht in Speyer fuer eine Fotoillustration auf einer Fahne der Europaeischen Union, waehrend im Hintergrund eine griechische Fahne zu sehen ist (Foto vom 03.11.12). Die Finanzminister der Eurozone wollen am Montag (26.11.12) ueber ein neues Rettungspaket fuer Griechenland verhandeln. Die Regierung in Athen benoetigt dringend die naechste Kredittranche in Hoehe von 31,5 Milliarden Euro, um einen moeglichen Staatsbankrott zu verhindern. In der vergangenen Woche waren die Gespraeche zunaechst gescheitert. (zu dapd-Text)
ছবি: dapd

বুধবার সারারাত ধরে ব্রাসেলসে আলোচনা চলেছে৷ পরে ভোরের আলো ফোটার সময় এই ঐতিহাসিক ঐকমত্য অর্জিত হল৷ এক বছর ধরে ক্রাইসিস ম্যানেজমেন্ট, অর্থাৎ কোনোক্রমে, কোনোমতে সংকট সামাল দেবার প্রক্রিয়ার পর এলো ব্যাংকিং ইউনিয়নের এই প্রথম পর্যায়৷ অর্থাৎ গ্রিস বারংবার ইউরোজোন থেকে ছিটকে বেরিয়ে যাবার মুখে আসবার পর এবার চাকা ঘুরল অন্যদিকে - ইউরোপের বৃহত্তর সংহতির দিকে৷ ইউরোপীয় ইউনিয়নের পক্ষে এটা একটা জয় বৈকি৷ বিশেষ করে যখন তার সদস্য দেশরা প্রমাণ করল যে, তারা দশের স্বার্থে আরো খানিকটা সার্বভৌমত্ব উৎসর্গ করতে রাজি৷

জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বার্লিন থেকেই জার্মান সংসদকে বলেন, ‘‘এই চুক্তির গুরুত্বকে বাড়িয়ে বলা যায় না৷'' জার্মানির মূল দাবিগুলো নিশ্চিত করা সম্ভব হয়েছে, বলে তিনি মন্তব্য করেন৷

কিন্তু তা'বলে কাজ এখানেই শেষ হচ্ছে না৷ কেননা এটা হল ব্যাংকিং ইউনিয়নের প্রথম পর্যায়৷ এর পর আসবে একটি তহবিল সৃষ্টি করার প্রসঙ্গ, যে তহবিল থেকে বিপন্ন ব্যাংকগুলি গুটিয়ে আনার ব্যবস্থা করা যাবে৷ এছাড়া থাকবে সেই ধরণের ব্যাংকগুলির গ্রাহকদের রক্ষিত অর্থের নিশ্চয়তা প্রদান ও তার সমন্বয় করার প্রশ্ন৷ এবং এ'সব নিয়ে আরো বেশি হাড্ডাহাড্ডি হবার সম্ভাবনাই বেশি৷

অবিলম্বে যে কাজটা হওয়া দরকার, সেটি হল, ব্যাংকিং ইউনিয়নের একটি আইনগত কাঠামো চূড়ান্ত করা এবং ইউরোপীয় সংসদের সমর্থন যোগাড় করা৷ ইসিবিকেও দেখতে হবে, কেন্দ্রীয় ব্যাংক তার এই তত্ত্বাবধানের দায়িত্ব কিভাবে পালন করবে৷ হয়তো ইসিবি আগামী বছরের এপ্রিলের আগে এ'কাজ শুরু করতে পারবে না, এবং এ'ক্ষেত্রে পুরোপুরি কর্মক্ষম হতে ইউরো এলাকার কেন্দ্রীয় ব্যাংকের আরো এক বছর সময় লেগে যাবে৷

epa03506029 Luxembourg's Ministers of Budget Luc Frieden (L) and Belgian Finance Minister Steven Vanackere (R) chat at the start of an ECOFIN European Finance Ministers' meeting at the EU headquarters in Brussels, Belgium, 12 December 2012. The European Commission expects eurozone finance ministers to follow through on their promise to disburse a 34.4-billion-euro (44.8-billion-dollar) bailout tranche to Greece on 13 December. EPA/OLIVIER HOSLET
ছবি: picture-alliance/dpa

কর্মকর্তারা বলছেন, ইসিবি বস্তুত শ'দেড়েক থেকে দুয়েক বড় বড় ব্যাংক সরাসরি নিয়ন্ত্রণ করবে৷ বাকি সাড়ে পাঁচ হাজারের মতো ব্যাংক বিপদে পড়লে, তবেই ইসিবি তাদের দিকে নজর দেবার মতো সময় পাবে৷

আসল কথা হল - ফ্রান্সের অর্থমন্ত্রী পিয়ের মস্কোভিচি যেমন সাংবাদিকদের বলেছেন - বোঝা যাচ্ছে যে ইউরো এলাকা এবং ইউরোপীয় ইউনিয়ন ধীরে ধীরে সংকট কাটিয়ে উঠছে৷ অতোদূর না গেলেও, এ'টুকু বলা যেতে পারে যে, এই পদক্ষেপের ফলে ইউরো এলাকার স্থাপত্য আরো কিছুটা মজবুত হবে৷

ইউরোপীয় ইউনিয়ন থেকে ইউরোপের একীকরণের পথে যেতে বারংবার একক, স্বতন্ত্র, সার্বভৌম রাষ্ট্রগুলিকে তাদের সেই সার্বভৌমত্বের একাংশ পরিত্যাগ করতে হবে, যার ফলে স্বদেশে রাজনৈতিক ঝড় ওঠার বিপদ থেকে যাবে৷ এ'ক্ষেত্রে ব্যাংকিং ইউনিয়ন হল সরলতম পদক্ষেপ৷ ফিস্কাল অর্থাৎ আর্থিক নীতি সংক্রান্ত ইউনিয়ন আসবে তার পরে৷ আরও পরে আসবে অর্থনৈতিক এবং সবশেষে রাজনৈতিক ইউনিয়ন৷

এক্ষেত্রে জার্মান চ্যান্সেলর ম্যার্কেল ইউরোপীয় পরিষদের প্রেসিডেন্ট এবং ইসিবি ও ইউরো এলাকার প্রধানদের মতো এখনই কোনো বিরাট পরিকল্পনা দেখতে চান না৷ তিনি বলেছেন, রয়ে-সয়ে কাজ করাই ভালো৷

এসি / জেডএইচ (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য