ব্যর্থ কোহলি, রোহিত, চমকে দিচ্ছেন কাশ্মীরের উমরান
২৯ এপ্রিল ২০২২ব্যাটে রান নেই বিরাট কোহলি ও রোহিত শর্মার। টেস্ট থেকে টি-টোয়েন্টিতে ভারত যাদের উপর নির্ভরশীল, তারা এবারের আইপিএলে চূড়ান্ত ব্যর্থ। কোহলি দুটি ম্যাচে কোনো রান না করে আউট হয়েছেন। তারপর ওপেন করেছেন, সেখানেও দুই অঙ্কে পৌঁছতে পারেননি।
ব্যাটারদের মধ্যে এক নম্বরে আছেন জস বাটলার। আট ম্যাচ খেলে তিনি ৪৯৯ রান করেছেন। তারপর আছেন কে এল রাহুল, হার্দিক পান্ডিয়া, শিখর ধাওয়ানরা। তার টিম কলকাতা নাইট রাইডার্স জিততে না পারলে কী হবে, অধিনায়ক শ্রেয়স আইয়ার ভালো খেলছেন। নয় ম্যাচে ২৯০ রান করে তিনি সফল ব্যাটারদের তালিকায় পাঁচ নম্বরে আছেন। তবে ডেভিড ওয়ার্নার মাত্র ছয় ম্যাচ খেলে ২৬১ রান করেছেন।
বোলিংয়ে চমকে দিচ্ছেন উমরান মালিক। জম্মু ও কাশ্মীরের এই বোলার খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। গুজরাট টাইটানস-এর ঋদ্ধিমান সাহাকে তিনি যে বলটিতে আউট করেছেন, তার গতি ছিল ১৫২ কিলোমিটার প্রতি ঘণ্টা। আইপিএলের সফল বোলারদের তালিকায় উমরান আছেন তিন নম্বরে। এক নম্বরে আছেন স্পিনার যজুবেন্দ্র চাহল। আট ম্যাচে ২২৭ রান দিয়ে ১৮ উইকেট নিয়েছেন। আরেক স্পিনার কুলদীপ যাদব আছেন দুই নম্বরে। তিনিও আট ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন ২৪০ রান দিয়ে। উমরান মালিকও আট ম্যাচ খেলে ২৩৯ রান দিয়ে ১৫ উইকেট নিয়েছেন। তারপর আছেন দুই পেসার টি নটরাজন এবং উমেশ যাদব। তারা ১৫ ও ১৪ উইকেট নিয়েছেন।
উমরান মালিককে নিয়ে হইচই
জম্মু ও কাশ্মীরের ২৩ বছর বয়সি ক্রিকেটার উমরানকে নিয়ে ব্যাপক হইচই শুরু হয়েছে। বিশেষ করে গুজরাটের বিরুদ্ধে পাঁচ উইকেট নেয়ার পর। তার বলের গতি প্রায় সব বিশেষজ্ঞকে চমৎকৃত করেছে।
নিউজিল্যান্ডের সাবেক ক্যাপ্টেন ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, ''উমরানের মধ্যে একটা স্বাভাবিক প্রবণতা থাকবে সমানে বল করে যাওয়ার এবং গতি আরো বাড়িয়ে বল করার। কিন্তু এটা না করে তাকে ওয়ার্কলোড ম্যানেজ করা শিখতে হবে। স্লোয়ার বল আরো বেশি করে ব্যবহার করতে হবে।''
ভারতীয় পেসার মুনাফ প্যাটেলের মতে, ''উমরানকে বেশি ব্যবহার করলে, তিনি বলের গতি কমাতে বাধ্য হবেন। তিনি আইপিএলের সবচেয়ে দ্রুতগতির বোলার। কিন্তু তাকে ভারতের আঞ্চলিক লিগে আরো খেলিয়ে তারপর জাতীয় টিমে আনা উচিত।''
সাবেক ক্রিকেটার ক্রিস লিন মনে করেন, ''আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তোলার ক্ষমতা উমরানের আছে। ইংল্যন্ডের সাবেক ক্রিকেটার গ্রেম সোয়ান মনে করেন, উমরানকে অস্ট্রেলিয়া সফরে অবশ্যই নিয়ে যাওয়া উচিত।''
আর উমরান জানিয়েছেন, তিনি ঘণ্টায় ১৫৫ কিলোমিটারের থেকেও বেশি গতিতে বল করতে চান।
কোহলি ও রোহিতের ব্যর্থতা
বিরাট কোহলি এবার আইপিএলের নয়টি ম্যাচ খেলে ১২৮ রান করেছেন। গড় ১৬। রোহিত আট ম্যাচ খেলে ১৫৩ রান করেছেন। তার গড় ১৯ দশমিক ১৩। দুজনেই একবারের জন্যও ৫০ রানের গণ্ডি পার করেননি। বিরাট ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে ইডেনে শতরান করেছিলেন। তারপর তার ব্যাট থেকে কোনো ফরম্যাটেই আর শতরান আসেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসছে। তার আগে রোহিত ও বিরাটের ফর্ম দেখে ক্রিকেট কর্তা থেকে ক্রিকেটপ্রেমীরা চিন্তিত।
এরপরই দাবি উঠেছে বিরাটকে বিশ্রাম দিতে হবে। রবি শাস্ত্রী এই দাবি তুলেছেন। আনন্দবাজার জানিয়েছে, এক নির্বাচক তাদের জানিয়েছেন, বিরাটকে তারাও বিশ্রাম দেয়ার কথা ভাবছেন। শাস্ত্রী তো বিরাটকে পরামর্শ দিয়েছেন, তিনি আইপিএলের বাকি ম্যাচ খেলা বন্ধ করুন। কিন্তু আইপিএল থেকে এভাবে সরে যাওয়া মুশকিল, যদি না তার ফ্র্যাঞ্চাইজি চায়।
রোহিতের টিম মুম্বই ইন্ডিয়ানস আটটার মধ্যে আটটা ম্যাচই হেরেছে। ফলে রোহিত শুধু যে ব্যাট হাতে ব্যর্থ তাই নয়, নিজের টিমকেও জেতাতে পারছেন না। তাই তার উপর চাপ অনেক বেশি। রোহিত বলেছেন, ব্যাটারদের বেশিক্ষণ ক্রিজে থাকা দরকার ছিল। কিন্তু তারা তা পারেনি। সেজন্য হারতে হচ্ছে।
জিএইচ/এসজি (আইপিএলটি২০ডট কম, এনডিটিভি স্পোর্টস)