1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অপ্রতিরোধ্য জার্মানি: শলৎস

৩১ ডিসেম্বর ২০২৩

নতুন বছরকে সামনে রেখে জাতির উদ্দেশে দেয়া ভাষণে জার্মানির চ্যান্সেলর বলেছেন, আগামী দিনে দেশটির জন্য বড় দুশ্চিন্তার কারণ নেই৷ বৈশ্বিক অস্থিরতা ও কঠিন পরিস্থিতির মধ্যেও জার্মানি ঠিকই এগিয়ে যাবে বলে মনে করেন তিনি৷

https://p.dw.com/p/4akIE
জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস
শলৎস বলেন সবার প্রচেষ্ঠাতে জার্মানির অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছেছবি: Markus Schreiber/AP/picture alliance

নতুন বছর উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস৷ বৈশ্বিক কঠিন পরিস্থিতি ও জার্মানির ভবিষ্যৎ নিয়ে তিনি নিজের আশার কথা তুলে ধরেন৷ শলৎস বলেন, ‘‘অনেক ভোগান্তি, অনেক রক্তপাতের ঘটনা ঘটছে৷ আমাদের পৃথিবী আরো অস্থির ও কঠিন হয়ে উঠেছে৷ আর এই পরিবর্তন শ্বাসরুদ্ধকর গতিতে ঘটছে৷''

চ্যান্সেলরের দপ্তর থেকে তার বক্তব্যের এই লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে৷ তার ভাষণের ভিডিওটি নতুন বছরের আগে প্রচারিত হবে৷ শলৎস বলেন, ‘‘(বৈশ্বিক পরিবর্তনের কারণে) জার্মানিকেও পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হচ্ছে৷ এটা আমাদের অনেকের জন্য উদ্বেগের ব্যাপার৷ অনেকে এজন্য অসন্তুষ্ট হচ্ছেন৷ আমি তা হৃদয়ে ধারণ করি৷''

চ্যান্সেলর তার বক্তব্যে ২০২৩ সালে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানির বাধা পেরুনোর সাফল্য তুলে ধরেন৷

নববর্ষে দাঙ্গার আশঙ্কায় সতর্ক জার্মানি

মার্কিন নির্বাচনের ‘সুদূরপ্রসারী প্রভাব'

২০২৪ সালে বিশ্বে বিভিন্ন দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচন৷ শলৎস তার বক্তব্যে এই নির্বাচনগুলোর গুরুত্বের কথা তুলে ধরেন৷ তার মধ্যে বিশেষভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উপর গুরুত্বারোপ করেন তিনি৷

শলৎস ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, "আগামী বছরের ইউরোপীয় নির্বাচনের মাধ্যমে ইউরোপের ঐক্যবদ্ধ ও শক্তিশালী হয়ে ওঠা খুবই গুরুত্বপূর্ণ।"

তিনি বলেন, ‘‘আমাদের মহাদেশের পূর্বে রাশিয়ার যুদ্ধ এখনও শেষ হয়নি৷ মধ্যপ্রাচ্যে এখনও অস্ত্রের সংঘাত বন্ধ হয়নি৷ আসছে বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে, ইউরোপেও যার সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে৷''

‘মন্দা থেকে ঘুরে দাঁড়িয়েছি'

জার্মানির মূল্যস্ফীতি ২০২২ সালে সাত দশমিক নয় শতাংশ থেকে ২০২৩ সালের নভেম্বেরে তিন দশমিক দুই শতাংশে নেমে এসেছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন৷ এরপরও ইউরোপের গড় মূল্যস্ফীতি দুই দশমিক চার শতাংশের চেয়ে এই হার বেশি৷

জার্মানি অর্থনৈতিক ধাক্কা কাটিয়ে উঠেছে উল্লেখ করে শলৎস বলেন. ‘‘আপনাদের মনে আছে আমরা কী পরিস্থিতিতে ছিলাম? অনেক বিশেষজ্ঞ বলেছিলেন অর্থনীতি তিন, চার, পাঁচ শতাংশ সঙ্কুচিত হবে৷ অনেকে উদ্বিগ্ন ছিলেন দাম বৃদ্ধি অব্যাহত থাকবে৷ বিদ্যুতের ঘাটতি ও ঘরে ঠাণ্ডার মধ্যে থাকার আশঙ্কা করেছিলেন অনেকে৷''

কিন্তু তেমনটা হয়নি উল্লেখ করে শলৎস বলেন, ‘‘মূল্যস্ফীতি কমে এসেছে৷ মজুরি ও অবসর ভাতা বেড়েছে৷ শীতের জন্য গ্যাসের পরিপূর্ণ মজুদ রয়েছে৷''

২০২৪ সালের প্রত্যাশা

সামাজিক গণতন্ত্রী দল-এসপিডি এর নেতা শলৎস জানান, তার সরকার সড়ক ও রেল অবকাঠামোকে আগামী দিনে অগ্রাধিকার দেবে৷ এই খাতে ভবিষ্যতে বড় ধরনের বিনিয়োগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন৷

দেশটির রেল ও সড়কে মানুষের ভোগান্তির কথা উল্লেখ করেন তিনি জানান দীর্ঘদিন এ খাতে উন্নয়ন হয়নি৷ যে কারণে সরকার এখন সড়ক ও রেলের উন্নয়নে বড় বিনিয়োগ করছে৷

তবে সাম্প্রতিক সময়ে জার্মানির আদালত মহামারির তহবিল অন্য খাতে ব্যয়ের উপর নিষেধাজ্ঞা দেয়ায় বিপাকে পড়েছে শলৎস সরকার৷ বিষয়টি উল্লেখ চ্যান্সেলর বলেন, ‘‘আমরা যেসব পরিকল্পনা নিয়েছি তার সবগুলো বাস্তবায়ন করতে সক্ষম হব না৷''

জার্মানির প্রত্যেকে তার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখলে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার প্রয়োজন নেই বলে মনে করেন তিনি৷ ‘‘আর তাহলে নতুন বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে এখন আমরা যা ভাবছি তার চেয়ে ব্যতিক্রম কিছু ঘটলেও ২০২৪ সালটি আমাদের জন্য একটি মঙ্গলজনক বছর হবে,'' বলেন জার্মানির চ্যান্সেলর৷

মিশায়েল দ্য সিলভা/এফএস

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান