বৈরুতের কেন্দ্রে ইসরায়েলি বিমান হামলায় মৃত ছয়
৩ অক্টোবর ২০২৪বৈরুতে প্রধানমন্ত্রীর কার্যালয়, পার্লামেন্ট, জাতিসংঘের অফিসের কাছে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলা হয়। ইসরায়েল জানিয়েছেন, তারা নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করেছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, এই আক্রমণের কোনো আগাম সতর্কতা ছিল না। ইসরায়েলের আক্রমণে ছয়জন মারা গেছেন, আটজন আহত হয়েছেন।
হিজবুল্লা পরিচালিত আল-মানার টিভি চ্যানেল জানিয়েছে, হিজবুল্লার স্বাস্থ্য ইউনিটকে টার্গেট করা হয়েছিল।
এই প্রথম বৈরুতের কেন্দ্রস্থলে আক্রমণ চালালো ইসরায়েল। তারা এতদিন মূলত দক্ষিণ বৈরুতে আক্রমণ করছিল।
হিজবুল্লাকে যুক্তরাষ্ট্র, জার্মানি ও বেশ কয়েকটি সুন্নি আরব দেশ সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে।
ইসরায়েলের আট সেনা নিহত
ইসরায়েলের সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে তাদের আটজন সেনা মারা গেছে। হিজবুল্লার বিরুদ্ধে স্থলপথে আক্রমণ শুরু করার পর এই প্রথম ইসরায়েলের সেনা মারা গেল।
হিজবুল্লার দাবি, তারা লড়াইয়ের সময় ইসরায়েলের কামান ধ্বংস করেছে। তাদের দাবি, ইসরায়েলের সঙ্গে লড়াই করার মতো যথেষ্ট অস্ত্র ও গোলাবরুদ তাদের কাছে আছে।
এর আগে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, তারা এবার স্থলপথেও হিজবুল্লার বিরুদ্ধে অভিযান শুরু করবে। লেবাননের সীমান্তের গ্রামগুলিতে হিজবুল্লার পরিকাঠামো ধ্বংস করাই হবে তাদের লক্ষ্য।
ইসরায়েলের সেনার সতর্কবার্তা জারি
ইসরায়েল ডিফেন্স ফোর্স(আইডিএফ) দক্ষিণ বৈরুতের জন্য নতুন করে সতর্কতা জারি করেছে। বৃহস্পতিবার সকালে তারা জানিয়েছে, দক্ষিণ বৈরুতের অনেকগুলি এলাকা থেকে মানুষ যেন নিরাপদ আশ্রয়ে চলে যান।
সতর্কবার্তায় বলা হয়েছে, হিজবুল্লার পরিকাঠামোর কাছে যারা আছেন, তারা চলে যান। অদূর ভবিষ্যতে সেখানে আক্রমণ হতে পারে।
হাসপাতাল আহত মানুষে ভর্তি
ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে লড়াই তীব্র হওয়ার পর আহত মানুষের সংখ্যা লাফিয়ে বাড়ছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে লেবাননের স্বাস্থ্য ব্যবস্থা ভয়ংকর চাপের মুখে পড়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন।
তিনি বলেছেন, ''লেবাননে মৃতের সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলি আহত রোগীতে ভর্তি। স্বাস্থ্য ব্যবস্থার উপর প্রবল চাপ এসেছে। একের পর এক সংকটের ফলে স্বাস্থ্য পরিকাঠামোও দুর্বল হয়ে পড়েছে।''
জিএইচ/এসজি(এপি, এএফপি, রয়টার্স)