বোরকাবিরোধী আইনে পুরুষের সাজা!
১০ অক্টোবর ২০১৭হাঙরের মতো পোশাক পরা ব্যক্তিকে সোমবার জরিমানা করা হয় বলে জানিয়েছে অস্ট্রিয়ার গণমাধ্যম৷ তিনি রাজধানী ভিয়েনায় একটি ইলেক্ট্রনিক্স দোকানের উদ্বোধন উপলক্ষ্যে মাসকট সেজে সেই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন৷ পুলিশ তাঁকে চেহারা দেখাতে বললে তিনি তা করতে অস্বীকার করেন৷ ফলে তাঁকে দেড়শ' ইউরোর মতো জরিমানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷
ইউরোপের এই দেশটিতে চলতি মাসের শুরু থেকে বোরকাবিরোধীএক আইন চালু করা হয়৷ এই আইনে পাবলিক প্লেসে চেহারা ঢেকে রাখা শাস্তিযোগ্য অপরাধ৷ এই আইনের সঙ্গে অভিবাসীদের জন্য ইন্টিগ্রেশন কোর্স বাধ্যতামূলক এবং তাদের বিনা বেতনে সরকারি কাজ করার নিয়মও চালু করা হয়েছে৷
বিজ্ঞাপনী সংস্থা ভার্দা নেটওয়ার্কও এক ফেসবুক পোস্টে শার্কের পোশাক পরা ব্যক্তির জরিমানার বিষয়টি স্বীকার করেছে৷ এটি লিখেছে, ‘‘আমরা আজ ম্যাকশার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম এবং আমাদের শার্ক মাসকটকে চেহারা ঢেকে রাখা নিষিদ্ধ সংক্রান্ত আইনের আওতায় অস্ট্রিয়া পুলিশ জরিমানা করেছে! জীবন সহজ নয়!''
এআই/এসিবি