1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বোরকাবিরোধী আইনে পুরুষের সাজা!

১০ অক্টোবর ২০১৭

অস্ট্রিয়ায় হাঙরের মতো পোশাক পরা এক ব্যক্তিকে সেদেশের বোরকাবিরোধী আইনের আওতায় আর্থিক জরিমানা করা হয়েছে৷ ম্যাকশার্ক নামের একটি নতুন ইলেক্ট্রনিক্স দোকানের উদ্বোধন উপলক্ষে তিনি ঐ পোশাক পরেছিলেন৷

https://p.dw.com/p/2laPr
Saudi Arabien moderne Menschen
ছবি: picture alliance/JOKER/K. Eglau

হাঙরের মতো পোশাক পরা ব্যক্তিকে সোমবার জরিমানা করা হয় বলে জানিয়েছে অস্ট্রিয়ার গণমাধ্যম৷ তিনি রাজধানী ভিয়েনায় একটি ইলেক্ট্রনিক্স দোকানের উদ্বোধন উপলক্ষ্যে মাসকট সেজে সেই দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন৷ পুলিশ তাঁকে চেহারা দেখাতে বললে তিনি তা করতে অস্বীকার করেন৷ ফলে তাঁকে দেড়শ' ইউরোর মতো জরিমানা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷

ইউরোপের এই দেশটিতে চলতি মাসের শুরু থেকে বোরকাবিরোধীএক আইন চালু করা হয়৷ এই আইনে পাবলিক প্লেসে চেহারা ঢেকে রাখা শাস্তিযোগ্য অপরাধ৷ এই আইনের সঙ্গে অভিবাসীদের জন্য ইন্টিগ্রেশন কোর্স বাধ্যতামূলক এবং তাদের বিনা বেতনে সরকারি কাজ করার নিয়মও চালু করা হয়েছে৷

বিজ্ঞাপনী সংস্থা ভার্দা নেটওয়ার্কও এক ফেসবুক পোস্টে শার্কের পোশাক পরা ব্যক্তির জরিমানার বিষয়টি স্বীকার করেছে৷ এটি লিখেছে, ‘‘আমরা আজ ম্যাকশার্কের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলাম এবং আমাদের শার্ক মাসকটকে চেহারা ঢেকে রাখা নিষিদ্ধ সংক্রান্ত আইনের আওতায় অস্ট্রিয়া পুলিশ জরিমানা করেছে! জীবন সহজ নয়!''

এআই/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান