‘বাড়িতে ধূমপানের পক্ষে জার্মানরা’
১ আগস্ট ২০১৩প্রতিনিধিত্বমূলক একটি সমীক্ষায় ৭৭ শতাংশ জার্মান নাগরিক বাড়িতে ধূমপান করার পক্ষে মত প্রকাশ করেছেন৷ এমনকি যাঁরা ধূমপায়ী নন, তাঁদের মধ্যেও বেশিরভাগই এর সাথে এক মত৷ সমীক্ষায় বাড়িতে ধূমপান নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন মাত্র ১৭ শতাংশ৷ সমীক্ষাটি করা হয় মোট ১০২০ জন মানুষের মধ্যে৷ একথা জার্মান সংবাদসংস্থা ডিপিএ-এর অনুরোধে পরিচালিত মতামত গবেষণা প্রতিষ্ঠান ‘ইউগভ' জানিয়েছে৷
বাড়িতে অতিরিক্ত ধূমপান করার কারণে এক মহিলা ভাড়াটিয়া তাঁর ফ্ল্যাট ছাড়ার নোটিস দেয়৷ এর ফলে বাড়িওয়ালা ভাড়াটিয়া মহিলার বিরুদ্ধে ড্যুসেলডর্ফ শহরের আদালতে মামলা দায়ের করে৷ সম্প্রতি বিষয়টি নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷
সমীক্ষাতে বেশিরভাগ মানুষ খোলা জায়গায় ধূমপান করার পক্ষে সহনশীল মনোভাব প্রকাশ করেছেন৷ যাঁদের প্রশ্ন করা হয়েছিল তাঁদের মধ্যে ৭০ শতাংশ মত দিয়েছেন, যেন খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করা না হয়৷ অন্যদিকে ১০২০ জনের মধ্যে এক চতুর্থাংশ খোলা জায়গায় ধূমপান নিষিদ্ধ করাকে সমর্থন জানিয়েছেন৷ তবে অনেকেই জানিয়েছেন যে, রেস্তোরাঁতে আশেপাশে কেউ ধূমপান করলে তাঁরা বিরক্ত বোধ করেন৷
শতকরা ৫৫ জন জানিয়েছেন, কোনো বদ্ধ ঘরে ধূমপান করা হলে তাঁরা অবশ্যই বিরক্ত বোধ করেন৷ তবে যাঁরা জীবনে কখনো ধূমপান করেননি, তাঁদের ক্ষেত্রে এই হিসেব বেড়ে গিয়ে দাড়িয়েছে ৮২ শতাংশে৷ এই জরিপের ফলাফলে আরো দেখা গেছে যে, ৪১ শতাংশ মানুষের আশে পাশে কেউ ধূমপান করলে কোনো সমস্যা হয় না বা তাঁরা বিরক্ত বোধ করেন না৷ এঁদের মধ্যে বেশিরভাগ মানুষের মতে, ধূমপানের ওপর নিষেধাজ্ঞা যেন ধূমপায়ীদের স্বাধীনতা সেভাবে খর্ব না করে৷
তবে ৩৯ শতাংশ মানুষ বলেন, ‘‘হ্যাঁ, পানশালা বা রেস্তোরাঁর মতো জায়গায় ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করলে ধূমপায়ীদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হবে৷'' নিয়মিত ধূমপায়ীদের মধ্যে ৬১ শতাংশ এবং যাঁরা মাঝে মাঝে ধূমপান করেন তাঁদের মধ্যে ৫০ শতাংশ এই একই মত প্রকাশ করেছেন৷
বিশেষ করে ১৮-২৪ বছর বয়সি তরুণদের মধ্যে ৭০ শতাংশই ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে তেমন আপত্তি নেই বলে মত দিয়েছেন৷ ৪৫ থেকে ৫৪ বছর বয়সিদের মধ্যে ৫৩ শতাংশ এই একই মত প্রকাশ করেছেন৷ তবে ৪৫ শতাংশ ‘ধূমপানের ওপর নিষেধাজ্ঞা' – ধূমপায়ীদের ব্যক্তিগত স্বাধীনতা খর্ব করা হবে বলে মত দিয়েছেন৷
‘ইউগভ' জরিপের ফলাফলে আরো বেরিয়ে এসেছে যে, শতকরা মাত্র ২৯ জন মানুষ জীবনে কখনো ধূমপান করেননি, যেখানে ৩৫ শতাংশ নিয়মিত ধূমপান করে থাকেন বলে উঠে এসেছে৷ এছাড়া, ২৬ শতাংশ মানুষ আগে ধূমপান করতেন এবং ১০ শতাংশ বলেছেন যে, তাঁরা মাঝে মধ্যে ধূমপান করেন৷
ধূমপান সম্পর্কে বয়স্ক এবং তরুণদের মধ্যে মতের যে বেশ পার্থক্য রয়েছে, তা সমীক্ষার মধ্য দিয়ে বেশ ভালোভাবেই প্রকাশ পেয়েছে৷ ১৮ থেকে ২৪ বছর বয়সিদের মধ্যে অর্ধেকের বেশি ধূমপান করেন না৷ ৪৫ থেকে ৬৫ বছর বয়সিদের মধ্যে শতকরা ২৪ জন জীবনে কখনো ধূমপান করেননি এবং ৪১ জন নিয়মিত ধূমপান করেন বলে জানা গেছে সমীক্ষাটি থেকে৷
এনএস / ডিজি (ডিপিএ)