বৃদ্ধদের নার্সিং সেবায় শরণার্থী
১৮ জুলাই ২০১৭এক বৃদ্ধার মতো দেখতে একটি ডামির চারপাশ ঘিরে দাঁড়িয়ে আছেন আটজন শরণার্থীর একটি দল৷ একজন প্রশিক্ষক দলটিকে জানান যে, বৃদ্ধার নাম ফ্রাউ ম্যুলার এবং তার স্ট্রোক হয়েছে৷ তিনি তার মুখের মধ্যে ব্যথা অনুভব করছেন৷ এরপর একজন শরণার্থী বলা হয় ব্যথার কারণ অনুসন্ধান করতে৷ ‘‘তার জিহ্বা সাদা হয়ে গেছে৷ সম্ভত মুখে ঘা হয়েছে'', বলেন একজন শিক্ষার্থী৷
ইরাক, আফগানিস্তান, এবং সিরিয়া থেকে আসা এই শিক্ষার্থীরা প্রতি সপ্তাহের সোমবার থেকে শুক্রবার অবধি ‘বন অ্যাসোসিয়েশন ফর হেল্থকেয়ার ইন ওয়েস্টার্ন জার্মানি' নামক একটি সংগঠনে বৃদ্ধদের পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করছেন৷ তারা বাকিউফা নামের ছয়মাস মেয়াদি একটি প্রশিক্ষণ কর্মসূচির শিক্ষার্থী৷ প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে বৃদ্ধদের নার্সিং সেবা দিতে শরণার্থীদের প্রাথমিকভাবে প্রস্তুত করার পাশাপাশি তাদের জার্মান ভাষা শিক্ষা দেয়া৷
সংগঠনটির মুখপাত্র বির্গিট শিয়ারবাউম এ বিষয়ে বলেন, ‘‘শরণার্থীদের সুযোগ দেয়াটা বুদ্ধিমানের কাজ হবে৷ বৃদ্ধদের জন্য কাজ করতে পারেন এমন মানুষের সংখ্যা বেশি নেই৷ শরণার্থীরা কাজ করতে চান এবং নার্সিং কেয়ার হচ্ছে এমন এক পেশা যেখানে সামনে আগানোর সুযোগ আছে৷''
প্রশিক্ষণ কর্মসূচির পরিচালক শিলান ফেন্ডি এ সম্পর্কে বলেন, ‘‘দলটির মধ্যে আগ্রহ অনেক৷ আর নারী ও পুরুষ অংশগ্রহণকারীরা একে অপরকে সহায়তা করছেন৷'' ফেন্ডি প্রশিক্ষক হিসেবে পুরো দলকে সহায়তা করেন৷ এমনকি কোর্সের মধ্যে অন্তর্ভূক্ত একমাসের ইন্টানর্শীপের জন্য জায়গাও খুঁজে দেন তিনি৷
নার্সিং কোর্সের শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন৷ তাদের স্বাস্থ্যসেবা খাতে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে৷ ২৭ বছর বয়সি রামি বাজি নিজের দেশ আফগানিস্তানে ফিজিক্যাল থেরাপি নিয়ে লেখাপড়া করেছেন৷ এমনকি তিন বছর কাজও করেছেন৷ এরপর আর নিজ দেশে নিরাপদ বোধ না করায় শরণার্থী হিসেবে ইউরোপে পাড়ি জমান তিনি৷
তবে আফগানিস্তানে শিক্ষা গ্রহণ করায় সরাসরি জার্মানির স্বাস্থ্যসেবা খাতে চাকুরি নেয়ার জন্য উপযুক্ত হয়ে যাচ্ছেন না বাজি৷ বরং প্রয়োজন অনুযায়ী জার্মানিতেও তাঁকে কোর্স করতে হবে৷ তারমতো অবস্থা আরো অনেকের৷ আর তাদের সহায়তা করছে বাকিউফা কোর্সটি৷ আগামী অক্টোবর অবধি চলবে এই কোর্স৷
ইন্ফোমাইগ্রেন্টস – সকল সত্ত্ব সংরক্ষিত
বাহ্যিক ওয়েবসাইটের কন্টেন্টের জন্য ইন্ফোমাইগ্রেন্টস দায়বদ্ধ নয়৷
ওয়েসলি ডকারি/এআই