শরণার্থী রুখতে আরো কঠোর হবে অস্ট্রিয়া
৪ জুলাই ২০১৭সোমবার এক প্রতিবেদনে জাতিসংঘ জানায়, ভূমধ্যসাগর অতিক্রম করে অভিবাসনপ্রত্যাশীদের ইউরোপে আসা আবার বাড়ছে৷ প্রতিবেদনে বলা হয়, এ বছর এ পর্যন্ত ৮৫ হাজারেরও বেশি অভিবাসনপ্রত্যাশী ভূমধ্যসাগর হয়ে ইটালিতে প্রবেশ করেছে৷ গত বছরের তুলনায় শতকরা ২০ ভাগ বেশি অভিবাসনপ্রত্যাশী এসেছে এই সময়ে৷ প্রতিবেদনে আরো বলা হয়, আগামীতে ইউরোপে প্রবেশের এ প্রবণতা আরো বাড়তে পারে৷
এই প্রতিবেদন প্রকাশের পরই ইটালি সীমান্তে সৈন্য মোতায়েনের পরিকল্পনার কথা জানায় অস্ট্রিয়া৷ সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী পেটার ডসকোসিল জানান, পরিস্থিতির উন্নতি না হলে খুব শিগগিরই ইটালি সীমান্তে নজরদারি জোরদার করবে ভিয়েনা৷ অস্ট্রিয়ার দৈনিক ‘ক্রোন'-এর অনলাইন সংস্করণকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, ইটালি সীমান্তে ৭৫০ জন সেনাসদস্যকে পাঠানো হতে পারে৷
শরণার্থী প্রশ্নে অস্ট্রিয়ার কঠোর অবস্থান অবশ্য নতুন নয়৷ ২০১৫ সালে ইউরোপে শরণার্থী সংকট শুরুর পর থেকেই দেশটি শরণার্থীর আগমন রুখতে কঠোর হচ্ছে৷ প্রতিবেশী স্লোভেনিয়া এবং হাঙ্গেরির মতো তারাও ইতিমধ্যে সীমান্তে নিয়ন্ত্রণ আরোপ শুরু করেছে৷
আগামী আগস্টে অস্ট্রিয়ায় সাধারণ নির্বাচন৷ শরণার্থী সংকট শুরুর পর থেকে সেদেশে ডানপন্থি অস্ট্রিয়ান ফ্রিডম পার্টি (এএফপি)-র জনপ্রিয়তা বাড়ছে৷
এসিবি/ডিজি